নিজস্ব প্রতিবেদক, সিলেট :
যুক্তরাজ্যপ্রবাসী লেখক আমিরুল হক বাবলু সম্পাদিত ‘মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ-স্মৃতি ও ইতিহাস-২’ গ্রন্থ প্রকাশ করেছে চৈতন্য প্রকাশন।
একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে চৈতন্য প্রকাশনের স্টলে। বইটিতে মুক্তিযুদ্ধকালীন ইতিহাস ও স্মৃতি তুলে ধরা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে চৈতন্যপ্রকাশনীর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জে একাত্তরের সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরীর ছেলে দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আকিক এফ রহমান, অভিমত পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও লেখক উজ্জ্বল মেহেদি, চৈতন্যপ্রকাশনীর স্বত্ত্বাধিকারী রাজীব চৌধুরী, কবি ও সাংবাদিক শামস শামীম।
উল্লেখ্য ২০২৪ সালে আমিরুল হক বাবলুর সম্পাদনায় ‘মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ, স্মৃতি ও ইতিহাস’ প্রথম খন্ড প্রকাশ করেছিল চৈতন্য প্রকাশন।