জগন্নাথপুর টাইমসরবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সাঁকো পুরস্কার পেলেন কবি ফাহমিদা ইয়াসমিন

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘সাঁকো বর্ষসেরা পুরস্কার ২০২৪’ পেয়েছেন কবি ও কথাসাহিত্যিক ফাহমিদা ইয়াসমিন। কবিতায় বিশেষ অবদান রাখায় তাকে পুরস্কারের জন্য মনোনীত করে অনলাইনভিত্তিক সাহিত্য সংগঠন ‘সাঁকো ২১’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার বিআইডব্লিইটিএ মিলনায়তনে সাঁকো বর্ষসেরা পুরস্কার প্রদানের আয়োজন করা হয়। ফাহমিদা ইয়াসমিন বিদেশে থাকায় তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কবি ও সম্পাদক এনাম রাজু।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ২০ জনকে পুরস্কৃত করা হয়। সাঁকো ২১-এর অ্যাডমিন কবি রিলু রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকবাল আলম।

এ সময় উপস্থিত ছিলেন- কবি ও শিশুসাহিত্যিক স ম শামসুল আলম, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী, ছড়াশিল্পী মালেক মাহমুদ, ভোরের কাগজের সাহিত্য সম্পাদক সালেক নাসের উদ্দিন, জাগো নিউজের ফিচার ইনচার্জ সালাহ উদ্দিন মাহমুদ, প্রতিদিনের সংবাদের সাহিত্য সম্পাদক মীর হেলাল প্রমুখ।

প্রেম ও প্রকৃতির কবি ফাহমিদা ইয়াসমিনের জন্ম মৌলভীবাজারের বড়কাপনে। কবিতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছড়া ও কলাম লেখেন। তার প্রকাশিত বই ১৬টি। কাপলেট বা দোহা কবিতা দিয়ে এরই মধ্যে সাড়া ফেলেছেন তিনি। লিখছেন গীতিকবিতাও। সম্পাদনা করেন ছোটকাগজ ‘ধরলা’ ও ‘মনুজল’।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।