জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

এসকেএম আশরাফুল হুদা,
জগন্নাথপুর টাইমস ডেস্কঃ

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস শাখার উদ্যোগে ইত্তেহাদ জামে মসজিদে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস শাখার সহসভাপতি হাফিজ আখলাকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ সালমান আহমাদ।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন লিডস শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম,বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা মুফিজুর রহমান মারুফ,মাওলানা হুসাইন আহমদ, মাওলানা সুলাইমান আহমদ, হাফেজ মাওলানা মুয়াজ্জেম হোসেন,মাওলানা আল আমিন, মাওলানা খোবায়েব আহমদ, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, মাওলানা ফয়জুল হাসান চৌধুরী, ফজলুর রহমান, ওমর আহমদ প্রমুখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, রমজান হচ্ছে ইবাদত ও বন্দেগির মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাস।রামাদান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। এমাসে বেশি করে ইবাদত বন্দেগি করতে হবে। প্রতিটি মুহূর্তকে পরিকল্পিত ভাবে কাজে লাগিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীন সন্তুষ্টি অর্জন করতে হবে।নেতৃবৃন্দ আরো বলেন, রামাদান কুরআন নাজিলের মাস হিসেবে আমাদের কে বেশি করে কুরআন তিলাওয়াত করতে হবে এবং কুরআন শিক্ষার দাওয়াত সকলের কাছে পৌঁছে দিতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।