জগন্নাথপুর টাইমসশনিবার , ৫ এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে “ দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি”র আত্মপ্রকাশ

Jagannathpur Times Uk
এপ্রিল ৫, ২০২৫ ৭:১২ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম,
জগন্নাথপুর টাইমস ডেস্কঃ  যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন “দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। ব্রিটিশ-বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত উৎকর্ষতা, ক্যারিয়ার উন্নয়ন এবং সমৃদ্ধি ও সমন্বয় সাধনে নেতৃত্ব দানের পাশাপাশি এই পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ জনকল্যাণে উচ্চমানের সেবা প্রদানের লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল)  বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এতে ব্রিটিশ-বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটির পক্ষে প্যানেল মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন মো: ইফতেখারুল ইসলাম চৌধুরী, সুরাইয়া খাতুন, মো: আলী আশরাফ চৌধুরী, মো: খসরুজ্জামান, নাজমুল হোসাইন ও কাজী ফারহানা আক্তার।

সংগঠনের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোহাম্মদ আব্দুর রাকিব, খাজা নজরুল ইসলাম, হোসেইন আল-মামুন, আফরোজা আমিন ঝুমা, মো: মিজানুর রহমান, মো: কামরুল আজিজ, হারিসা ইসলাম, তোফাজ্জেল হোসেন, আনাম মাহমুদ, মো: মাহমুদুল হক, মো: সুলতানুল আবেদীন, মোহাম্মদ সারফরাজ নিনাদ, মো: আলীনূর রহমান, এফ এম রাইসুল ফেরদৌস, দবির উদ্দিন আহমেদ ও ইকবাল চৌধুরী।

সংবাদ সম্মেলনে সংগঠনের ডিরেক্টর ও গ্যারান্টর মো: ইফতেখারুল ইসলাম চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, “আজকে আমাদের প্রাণের সংগঠন দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরতেই আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সংক্ষেপে সিএ হচ্ছেন একজন হিসাববিজ্ঞানী, যিনি একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন দিক, যেমন- হিসাব সংরক্ষণ, নিরীক্ষণ, অর্থায়ন, আর্থিক পরামর্শ প্রদান, আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক লেনদেনের রেকর্ড সংরক্ষণ, অডিট পরিচালনা এবং কর সংক্রান্ত কাজ করে থাকেন। সিএ ডিগ্রিধারীরা সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কাজ করেন। দেশ–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব বিভাগ, নিরীক্ষা বিভাগ, ট্যাক্স ও আর্থিক প্রশাসন, ইত্যাদি বিভাগে একজন সিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

তিনি বলেন, “আমাদের ব্রিটিশ বাংলাদেশিরা এই পেশায় অন্যান্য দেশের থেকে অনেক বেশি এগিয়ে আছেন। অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া কমিউনিটির উন্নয়নেও অনেকেই ব্যক্তিগতভাবে ভূমিকা রাখছেন। আমরা বিট্রিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা যেনো আমাদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি পেশার গুণগত মান, পেশাগত নৈতিকতা, উন্নয়ন, প্রশিক্ষণ, প্রসার, রক্ষণাবেক্ষণ ও তরুণ অ্যাকাউন্ট্যাটদের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স সেক্টরে ক্যারিয়ার গড়তে সাহায্য করাসহ কমিউনিটির সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে আরো বেশি ভূমিকা রাখতে পারি; আমাদের পেশাজীবীদের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের আর্থিকভাবে সচেতন করে এবং সঠিক নিয়মনীতি অনুসরণ করে ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করতে পারি- এই লক্ষ্য নিয়েই আমরা ব্রিটিশ বাংলাদেশি হিসাববিজ্ঞানীরা “দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি” গঠনের উদ্যোগ নিয়েছি। গত ১১ মাসব্যাপি পরিচালিত এক জরিপ থেকেও আমরা সম্মিলিতভাবে এমন একটা শক্তিশালী প্লাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি। জরিপে অংশ নেয়া ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন তাদের এই আকাঙ্খার কথা ব্যক্ত করেছেন। যার ফলে আমরা বিট্রিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’র ব্যানারে জড়ো হয়েছি। কমিউনিটির উন্নয়নে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। জনমতের ওপর ভিত্তি করেই দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক কারণে বহুধাবিভক্ত আমাদের কমিউনিটি সংগঠনগুলোর তিক্ত অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের এই প্রাণের সংগঠনকে সম্পূর্ণ রাজনৈতিক বিভাজনমুক্ত সংগঠন হিসেবে ঘোষণা করছি। আমরা ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা সব ধরনের রাজনীতি ও বিভাজনের সংস্কৃতি পরিহার করে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করছি। আমাদের সংগঠন দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটিতে কোনো রাজনৈতিক মতাদর্শ স্থান পাবে না। রাজনৈতিক কারণে আমরা কেউ বিভাজনের পথে হাটবো না। আমরা সংগঠনের ডিরেক্টর, গ্যারান্টর এবং ফাউন্ডিং মেম্বাররা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী প্রসারিত করতে এবং এর টেকসই সফলতা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।”

এতে বলা হয়, “আমি মো: ইফতেখারুল ইসলাম চৌধুরী, সুরাইয়া খাতুন, মো: আলী আশরাফ চৌধুরী, মো: খসরুজ্জামান, হোসেইন আল-মামুন, কাজী ফারহানা আক্তার, আফরোজা আমিন ঝুমা, নাজমুল হোসাইন, মো: মিজানুর রহমান, মো: কামরুল আজিজ, হারিসা ইসলাম, তোফাজ্জেল হোসেন, আনাম মাহমুদ, মো: মাহমুদুল হক, মো: সুলতানুল আবেদীন, মোহাম্মদ সারফরাজ নিনাদ, মো: আলীনূর রহমান, এফ এম রাইসুল ফেরদৌস ও দবির উদ্দিন আহমেদ- আমরা এই ১৯ জন হলাম দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’র  প্রতিষ্ঠাতা সদস্য। সংগঠনের নির্বাহী কমিটির প্রতিটি সভায় আমাদের এই ১৯ জন প্রতিষ্ঠাতা সদস্যের সরাসরি প্রবেশাধিকার থাকবে। এছাড়া সংগঠনের দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও আমাদের সক্রিয় ভূমিকা থাকবে। আমরা আমাদের এই সম্মিলিত প্লাটফর্মের মাধ্যমে আমাদের পেশাজীবীদের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের আর্থিকভাবে সচেতন করে এবং সঠিক নিয়মনীতি অনুসরণ করে ব্যবসা পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাবো। আমরা আমাদের পেশাগত সেবার বাইরেও লন্ডন বাংলা প্রেসক্লাবসহ ব্রিটিশ বাংলাদেশি যেকোন পেশাজীবী সংগঠন, কমিউনিটি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যবসায়ীদের সংগঠনের প্রয়োজনে পাশে থাকবো। আমরা একসাথে আমাদের কমিউনিটিকে এগিয়ে নিবো।”

তিনি বলেন,“দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’র স্লোগান হচ্ছে, ‘Connecting the excellence of British Bangladeshi Chartered Accountants.’ আমরা ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যাটদের পেশাগত উৎকর্ষতার জন্য কাজ করে যাবো। আমরা অ্যাকাউন্টিংয়ের ছাত্র এবং তরুণ অ্যাকাউন্ট্যাটদের অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স সেক্টরে ক্যারিয়ার গড়তে সাহায্য করবো। আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও ক্যারিয়ার উন্নয়নে মূলধারার সাথে সংযোগ করিয়ে দিবো। ব্রিটিশ ও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স খাতের অবকাঠামো উন্নয়নে আমরা কাজ করবো। সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্যও আমরা বিশেষ কর্মসূচি হাতে নিবো। উদ্যোক্তা হতে আমরা তাদের সহায়তা করবো। আমরা দেশ বিদেশের বিভিন্ন ব্যবসায়িক পরিবেশে কর আইন, নিরীক্ষা প্রক্রিয়া, এবং আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনায় নানান জটিলতা নিরসনে কাজ করবো। বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে কৌশলগত ভূমিকা পালন করবো, যা শুধু উদ্যোক্তাদের আইনানুগ দিকগুলো মেনে চলতেই সাহায্য করবে না, উপরন্তু ব্যবসাকে লাভজনক ও সুশৃঙ্খল করে তুলতে সাহায্য করবে এবং আর্থিক ঝুঁকি হ্রাস করবে। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে ছোট, মাঝারি এবং বড় পরিসরের ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে সেগুলো কমানোর পথ খুঁজে বের করতে সাহায্য করবো। ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসার টেকসই উন্নয়নের জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ সাংগঠনিকভাবে সম্ভাব্য সবকিছু করবো। আমরা একসাথে এগিয়ে যাবো।”

তিনি আরো বলেন, “আমাদের এই সংগঠন হলো ব্রিটিশ বাংলাদেশি পেশাজীবী হিসাববিজ্ঞানীদের অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত উৎকর্ষতা, ক্যারিয়ার উন্নয়ন এবং সমৃদ্ধি ও সমন্বয় সাধনে নেতৃত্ব দান, যাতে করে এ পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ জনকল্যাণে উচ্চ মানের সেবা প্রদান করতে পারেন। আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে বিট্রিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশার গুণগত মান, পেশাগত নৈতিকতা, উন্নয়ন, প্রশিক্ষণ, প্রসার ও রক্ষণাবেক্ষণে কাজ করে যাবো। এছাড়াও আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা দেশে বিদেশে দক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং বিবিধ গবেষণা ও সুগভীর অণুধ্যান পরিচালনা করে সেগুলো হিসাববিজ্ঞান পেশার সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবো। ‘দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস সোসাইটি’ আমাদের পেশাজীবী হিসাববিজ্ঞানীদের সংগঠন হলেও এটা মূলত গণমানুষের সংগঠন। কাজেই গণমানুষের স্বার্থ রক্ষায় আমরা সব সময় সচেষ্ট থাকবো। যেকোন প্রয়োজনে সাংগঠনিকভাবে আমরা তাদের পাশে থাকবো। আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ, আমরা আপনাদের সহযোগিতা চাই। আশাকরি আপনারা আমাদের পাশে থাকবেন।”

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।