সাজিদুর রহমান , জগন্নাথপুর টাইমস ডেস্কঃ
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ৬০ তম জন্মদিন ছিল মঙ্গলবার ১ এপ্রিল।ষাট বছর আগে গঠিত হয়েছিল,লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস্। ১৯৬৫ সালের পয়লা এপ্রিল বেথনাল গ্রিন,পপলার এবং স্টেপনি — এই তিনটি পুরোনো মেট্রোপলিটন বারা নিয়ে গঠিত হয় লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল।লন্ডন গভর্নমেন্ট অ্যাক্ট ১৯৬৩ এর অধীনে গঠন করা হয় লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস্।১৯০০ সালের নভেম্বর থেকে আলাদা ভাবে পরিচালিত হওয়ার পর,লন্ডনের স্থানীয় সরকারের প্রধান পুনর্গঠনের অংশ হিসেবে বিলুপ্ত করা হয় মেট্রোপলিটন বারাগুলো।
১৯৬৫ সালের পরিসংখ্যান থেকে দেখা যায়,বারাটিতে জনসংখ্যা ছিল প্রায় ২ লাখ ৬ হাজার ৮০ জন এবং এর আয়তন ছিল ৪,৯৯৪ একর (প্রায় আট বর্গ মাইল)।
তবে ২০২১ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী,টাওয়ার হ্যামলেটস—এর জনসংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩০০ জন।বারার ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহীরা ব্যানক্রফট রোডের টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভস ভিজিট করতে পারেন।