এসকেএম আশরাফুল হুদা,
জগন্নাথপুর টাইমস ডেস্কঃ যুক্তরাজ্যের এঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী নাঈম হাসান। বিশ্ববিদ্যালয়ের লন্ডন ক্যাম্পাসের অফিসার পদে মোট ১৬২৭টি ভোট পেয়ে তিনি এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন।
নাঈম হাসান বর্তমানে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি যুক্ত রয়েছেন সাংবাদিকতা পেশার সঙ্গেও। তার নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করবেন।
এ নির্বাচনে এঙ্গলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয়ের প্রধান পাঁচটি ক্যাম্পাস কেমব্রিজ, লন্ডন, চেমসফোর্ড, পিটারবরো ও রিটল এর শিক্ষার্থীরা সরাসরি ভোট প্রদান করেছেন। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩২ হাজার শিক্ষার্থী অংশ নেন।
নাঈম হাসানের জন্মস্থান বাংলাদেশে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়। তার এই সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশি শিক্ষার্থী সমাজসহ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।
উল্লেখ্য, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের নির্বাচন হয় শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মতামত তুলে ধরা এবং তাদের সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছে দিতে। এ নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্ব বিকাশে বড় ভূমিকা রাখে। সংবাদ বিজ্ঞপ্তি