জগন্নাথপুর টাইমস নিউজ ডেস্ক :
বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব)-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
শনিবার (১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে) বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব)-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঢাকাস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম এবং কোকোরোযাশি এন্ড কাযুকো ভুঁইয়া কালচারাল সেন্টারের কুনিয়াকি ওকাবায়াশি যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন।
নির্বাচিত অন্যান্য সদস্যগণ হচ্ছেন, ড. লোপামুদ্রা মালেক (সহ-সভাপতি), মোঃ নাজিরুল ইসলাম (কোষাধ্যক্ষ), মোঃ সজল আহমেদ (যুগ্ম সম্পাদক), মিজ ফজিলাতুন নেছা (যুগ্ম কোষাধ্যক্ষ), শাহরিয়ার কবির সিজান (গবেষণা ও প্রকাশনা সম্পাদক) এবং মোঃ আতাউর রহমান ও মাহমুদুল ইসলাম (কার্যনির্বাহী সদস্য)।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং নতুন কমিটি বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব)-এর কার্যক্রমকে আরো বেগবান করবে এই প্রত্যাশা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি