নিজস্ব প্রতিবেদক, সুনামগন্জ :
জলকন্যা সাহিত্য পরিষদের সহ সাহিত্য সম্পাদক কবি ও গীতিকার জহিরুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সুনামগঞ্জ জগৎজ্যোতি লাইব্রেরিতে অনুষ্ঠিত এ সভায় পরিষদের সহসভাপতি মো.আশরাফ হোসেন লিটন সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন প্রভাষক মো. মশিউর রহমান।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক গবেষক কবি সাবেক অধ্যক্ষ প্রফেসর মহিবুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক আবেদ হাসান, সহকারী অধ্যাপক কবি সম্পাদক ফজলুল হক দোলন, কবি সলিব বাচ্চু, ব্যাংকার সাজিদুল কবির।
কবি ও গীতিকার জহিরুল ইসলামের এ শোকসভায় তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আরও বক্তব্য রাখেন বাচিকশিল্পী ও শিক্ষক রোকসানা আক্তার, কবি আব্দুল হান্নান প্রমুখ।
পরিশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।