জগন্নাথপুর টাইমসশনিবার , ২৪ মে ২০২৫, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

২৬ মে থেকে ৩১ মে লন্ডনে রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

Jagannathpur Times Uk
মে ২৪, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস : 

আগামী ২৬ মে থেকে ৩১ মে লন্ডনে অনুষ্ঠিত হবে ২৬তম রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ।

রেইনবো ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজিত ২৬তম রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ এর প্রদর্শনী হবে।  ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে ব্লক ( BLOC) আর্টস ওয়ান বিল্ডিং, কুইনমেরী ইউনিভার্সিটি অব লন্ডন ( ১ ওয়েস্টফিল্ড ওয়ে, মাইলএন্ড রোড, লন্ডন ই১ ৪ পিডি )  এখানে অনেকগুলো দেশের জনপ্রিয় সিনেমা প্রদর্শিত হবে

কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডনের আর্ট ওয়ান বিল্ডিং এ বিভিন্ন দেশের জনপ্রিয় সিনেমা, শর্ট ফিল্ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রদর্শিত হবে নিম্নে তা দেওয়া হলো

বিশ্বের বিভিন্ন দেশের বাচাইকৃত বিভিন্ন চলচ্চিত্রের মধ্যে থেকে প্রদর্শিত হবে কিছু ‍জনপ্রিয় চলচ্চিত্র। এসব বাচাইকৃত চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্রেরও স্থান রয়েছে।

বাংলাদেশের বাংলা সিনেমা প্রদর্শিত হবে ৩১ মে শনিবার বিকেল ৬ টায় শুরু হবে বাংলা সিনেমা— এখানে নোঙ্গর।
একই দিনে বিকেল ৪ টায় শুরু হবে ইন্ডিয়ান বাংলা সিনেমা— চালচিত্র।

৩০ মে শুক্রবার বিকেল ৬ টায় প্রদর্শিত হবে ফিলিপাইন এর সিনেমা — এ লাভ স্টোরী। একই দিনে বিকেল ৪ টায় প্রদর্শিত হবে ইন্ডিয়ান / গুজরাটি সিনেমা —ছাত্তার।

২৯ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় প্রদর্শিত হবে ইন্ডিয়ান/ হিন্দি – সিনেমা — বাডগুমান। বিকেল ৬ টায় ইরানী সিনামা- গার্লস অফ দ্যা সি।
২৮ মে বুধবার বিকেল ৪ টায় প্রদর্শিত হবে ভেরিয়াস- শর্ট ফিল্ম সিলেকশন ০১ এবং বিকেল ৬ টায় শর্ট ফিল্ম সিলেকশন ০২।

২৭ মে মঙ্গলবার বিকেল ৪ টায় প্রদর্শিত হবে জাপানিজ সিনেমা- পারর্ফরমিং কাউরুজ ফিউনারেল।
বিকেল ৬ টায় প্রদর্শিত হবে ইরানি সিনামা—সামার টাইম।
২৬ মে সোমবার বিকেল ৪ টায় প্রদর্শিত হবে ইটালিয়ান সিনামা— মাইসিলিয়া। বিকেল ৬ টায় প্রদর্শিত হবে স্পেনিশ সিনামা— দ্যা রিকোরেন্ট পেশেন্ট।

টাওয়ার হামল‍্যাট কাউন্সিলসহ অন্যান্য অর্গানাইজেশনের পৃষ্ঠপোষকতায় ছবিগুলো দর্শকবৃন্দ বিনামূল্যে দেখতে পারবেন।

এন্ট্রি বিনামূল্যে তবে আগে আসলে আগে পাবেন এই নীতিতে নির্ধারিত সময়ের ভিতরের প্রবেশধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন এই ফিল্ম ফ্যাস্টিভালের আয়োজকবৃন্দ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।