জগন্নাথপুর টাইমসবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি পদে শামস শামীম, সম্পাদক জসিম নির্বাচিত

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে শামস শামীম ২৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

ভোটগ্রহণ শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া। ফলাফল ঘোষণার পর ভোটাররা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে পেরে তারা সন্তুষ্ট।

নবনির্বাচিত সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীম বলেন,‘এটি শুধু আমার নয়, সুনামগঞ্জের সব সাংবাদিকের জয়। রিপোর্টার্স ইউনিটির মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

সহকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন।

ছবি – সংগ্রহীত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।