জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মুশতাক আহমদ গাজী নগরীর মৃত্যুর রহস্য উদঘাটনে— তালহার সংবাদ সম্মেলন

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ৯, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজ রহমান :

মাওলানা মুশতাক আহমদ গাজী নগরীর মৃত্যুর রহস্য উদঘাটন ও ৪৮ ঘন্টার মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের দাবীতে তালহার সংবাদ সম্মেলন।

জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামহঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজূ নগরীর হত্যাকান্ডের ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটন ও ৪৮ ঘন্টার মধ্যে ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জমিয়ত মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা রেস্টুরেন্টের পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনী তথা প্রশাসনে প্রতি দাবী জানান।

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ তালহা আলম। সংবাদ সম্মেলনে সৈয়দ তালহা আলম বলেন, মাওলানা মুশতাক আহমদ গাজী নগরীর মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি ষড়যন্ত্রকারী কুচক্রী মহল মব জাস্টিসের মাধ্যমে বিভিন্ন পায়তারা শুরু করেছ। রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন ও ফায়দা হাসিলের আমাকে টার্গেট করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রবিবার গভীর রাতে আমার সিলেট মহানগরীর সেনপাড়ার বাসায় এসে আব্দুল হাফিজের খোজ করে। তখন আমি ফোন দিয়ে তাকে বলি আত্মসমর্পণ করার জন্য।

আমার বিরুদ্ধে বিভিন্ন ফেইসবুক আইডি থেকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে। এতে আমার মানহানি হচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

৪৮ ঘন্টার মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ এর মাধ্যমে মাওলানা মুশতাক আহমদ এর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। এবং প্রকৃত খুনিদের খোঁজে বের করে আাইনানুগ শাস্তি দেয়া হউক।

তিনি আরও বলেন, জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ হত্যার ঘটনায় মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী ও মাওলানা তৈয়বুর রহমানকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূল তথ্য বেরিয়ে আসতে পারে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।