জগন্নাথপুর টাইমসবুধবার , ১২ নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

‘সাহিত্যের রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
নভেম্বর ১২, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর টাইমস ডেস্ক :

ঢাকায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘সাহিত্যের রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ই নভেম্বর ২০২৫) বিকেল অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মূল বক্তব্য প্রদান করেন ব্রিটিশ কথাসাহিত্যিক জিয়া হায়দার রহমান। সভাপতিত্ব করেন অধ্যাপক ফিরদৌস আজিম।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, সাহিত্য রাজনৈতিক বিষয়ই বটে। শক্তিমান কথাসাহিত্যিক জিয়া হায়দার রহমান আমাদের সাহিত্য ও রাজনীতিকে কীভাবে বুঝতে চান, তা জানতে-বুঝতেই আমরা এই সেমিনারের আয়োজন করেছি।

জিয়া হায়দার রহমান বলেন, আমরা সাহিত্যে মানুষের যে নিঃসংকোচ প্রকাশ প্রত্যাশা করি, আমাদের রাজনীতির দুরবস্থার কারণে তা প্রায়শই অপ্রকাশের চক্রে পতিত হয়। কর্তৃত্ববাদী শাসনের অবসানে বাংলাদেশ যে নতুন ভোরের অপেক্ষায় ছিল, তা যেন এখন মনে করিয়ে দেয়-অন্ধকার অনেক গভীর। প্রতিদিনই আমাদের চিন্তা ও তৎপরতায় অভ্যুত্থানেই পারে অবস্থার বদল ঘটাতে। তিনি বলেন, সাহিত্য বা সাহিত্যিকের কাছে হয়তো মানুষের জন্য সুদিন আনয়নের ফর্মুলা গচ্ছিত নেই, তবে তার স্বচ্ছ পর্যবেক্ষণ অবশ্যই মূল্যবান।

অধ্যাপক ফিরদৌস আজিম বলেন, জিয়া হায়দার রহমান তাঁর কথাসাহিত্যে যেমন অসাধারণভাবে মানুষের বিচিত্র অবস্থা ও অবস্থান তুলে ধরেন, তেমনি আজকের সেমিনারে রসবোধের মিশেলে সাহিত্য ও রাজনীতির রূপকে তিনি আমাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন।

পরে উপস্থিত শ্রোতা-দর্শকদের প্রশ্নের উত্তর দেন জিয়া হায়দার রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।