জগন্নাথপুর টাইমসবুধবার , ২২ মার্চ ২০২৩, ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লিভারপুল ফুটবল ক্লাব সেই ছোটবেলা থেকেই আমার পছন্দের— সৈয়দ দুলাল

Jagannathpur Times Uk
মার্চ ২২, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

:: ডেস্ক : প্রবাসীর কথা :

লিভারপুল ফুটবল ক্লাব সেই ছোটবেলা থেকেই আমার পছন্দের দল | খেলা দেখতে লিভারপুল স্টেডিয়ামে আগেও গিয়েছি | আমাদের শহর হার্টলিপুল থেকে, প্রায় তিন ঘন্টার ড্রাইভ |
১৬৫ মাইলের যাত্রা | আগে খেলা দেখতে যাওয়া হলেও এখন যাবার কারণ ভিন্ন |

মেয়ের শশুর বাড়ী লিভারপুল | তাই সময় পেলেই মেয়ে আর দামান, বিয়াইনকে দেখতে সেখানে যাওয়া |

২১ মার্চ সময় হাতে ছিলো বলে , ঝির ঝির বৃষ্টি উপেক্ষা করে, সালাহ, নুনেজ, ভ্যানডাইক এলিসন, ফার্মিনো, ট্রেন্ট আর ইয়ারগান ক্লপের, দেখা হবে না জেনেও শুধু স্টেডিয়াম ঘুরে দেখতে গেলাম |

বিশেষ করে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে অনেক পরিচিত ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, যাঁর শোকেজ গুলো ট্রপি আর ট্রপিতে ভরপুর | বাল্য বেলার ফ্রেন্ড আমরা মামা ভাগনা শিশু ও আগের দিনের ডাকা আফফান চাচা,এখনকার সময়ে যিনি জিয়ারির জামাই ! সাথে পেয়েই তিন জন মিলে বের হয়ে পরলাম |

বার্কিংহেড লিভারপুলের সেই বিখ্যাত ট্যানেল দিয়ে ওপারের লিভারপুল যাচ্ছি | ড্রাইভিং সিটে আমি প্যাসেঞ্জার হয়ে বসে রইলাম | গাড়ী চালিয়ে যাচ্ছেন শিশু |

কথায় কথায় জানলাম টাইটানিকের ডুবে যাবার অনেক পরে কিছু ভগ্নাংশ নাকি লিভারপুল ডক সাইডের এক জাদুঘরে সংগৃহিত করে রাখা হয়েছে |

টুরিস্ট আকর্ষণের জন্য আরো ব্যাপক ভাবে ঢেলে সাজানো হচ্ছে এই ঐতিহাসিক নগরীকে |
কয়েকটি বিল্ডিং বানানো হয়েছে জাহাজের আদলে |

দূর থেকে আরো একটু কাছে গিয়ে, কারের ভিতর থেকেই দেখলাম |

স্থানীয় একটি গ্রোসারী দোকানে গেলাম সামান্য কেনাকাটার জন্য-দোকানের মালিক আমাকে নাম ধরে ভাই বলে সালাম দিতে কিছুটা অবাক হলাম |

আমি বললাম আপনি আমাকে চিনেন নাকি ?
আপনাকে কে না চিনে গীতিকার সাহেব !
আমি একটু ইয়ে হলেও আন্তরিক সম্মানটুক আমাকে অভিভূত করে রাখলো কিছু সময়ের জন্য |
সমান ভাবে পাশের গ্রামের এক ভাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট “ধুম”এ যাবার পর দেখা হলে চিনে হাত মেলালেন | এই সবই হচ্ছে ফেসবুক, ইউটিউব আর ইলেক্ট্রনিক মিডিয়ার ফলে |

আরো কিছু ঘোরাঘুরির পরে-সামারের ঘুরে দেখার আমন্ত্রণ জানালেন আমাকে,পাশে বসা মামা চাচা|

লিভারপুলের আত্মীয়তা শেষে ওল্ডহ্যাম এসে বিরতি নিলাম -আমার এক প্রিয় শ্যালিকার বাড়ী | ভায়রা ভাই জুবেদ খাঁন ও তাঁর স্ত্রী জলি’র রাত দুপুরের আদর আপ্যায়ণ আর,মিঠা মিঠা কথাতে কাটলো আমাদের দীর্ঘক্ষণ |

আরো এক প্রিয় বন্ধুর নিমন্ত্রণ ছিলো চায়ের |
চুপ মেরে চলে আসলাম |

আমি এম, ৬ থেকে এম , ৬২, এরপর এ৯৯ এর বাতাস, বৃষ্টিকে পাশ কাটিয়ে ধীরে স্থিরে সত্তর মাইল স্পিডে গাড়ী চালাচ্ছি , আর পাশের সিটে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন ছেলে মেয়ের মা, মাঝে মাঝে উনি চোখ খুলে জিজ্ঞেস করছেন আমি ঠিক আছি কি না |

আমি মৃদু ভাবে বললাম-
আমি ঠিক না থাকলে,কি গাড়ী চলে —

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।