সিডনি:
সিডনিতে তরুণ কথাসাহিত্যিক আরিফুর রহমানের সাম্প্রতিক ‘আমাদের ঠিকানা বদলে গেছে’ উপন্যাসের পাঠ উন্মোচন ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়াবাসী লেখক, সাংবাদিক, পাঠক ও সুধীবৃন্দের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে প্রশান্তিকর সাহিত্য আড্ডার এই আসর।
গত ১৮ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় সিডনির ছোট্ট বাংলাদেশ খ্যাত লাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্ট হলে সুধীজনের এই সমাবেশ ঘটে।
তরুণ কথাসাহিত্যিক আরিফুর রহমানের সাম্প্রতিক ‘আমাদের ঠিকানা বদলে গেছে’ উপন্যাসের পাঠ উন্মোচন এবং ডায়াসপোরা বা অভিবাসী সাহিত্য বিষয়ে বক্তারা তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানটির আয়োজক প্রশান্তিকাস এবং সার্বিক সহযোগিতায় ছিলো ‘চারু’ সংগঠন।
সাহিত্য আড্ডা অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সর্বজন শ্রদ্ধেয় গামা আব্দুল কাদির। ডায়াসপোরা সাহিত্যের নানা দিক নিয়ে বিশদ বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের মূখ্য আলোচক ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্ত। অনুষ্ঠানে সিডনির সংস্কৃতিজন, লেখক, শিল্পী ও পাঠকরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। নান্দনিক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভজিৎ ভৌমিক।
অনুষ্ঠানে ফুলকপি নামে চমৎকার একটি আবৃত্তি করেন শহিদুল আলম বাদল। প্রশ্নোত্তর পর্বে অতিথিদের প্রশ্নের জবাব দেন লেখক আরিফুর রহমানের। পাঠক ও লেখক সমন্বয়ে পর্বটি খুব উপভোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠানে আরিফুর রহমানের এ যাবৎ প্রকাশিত ৭টি উপন্যাসের প্রদর্শনী ছিলো। অনেকেই তার বইগুলো সংগ্রহ করেন।