বিনোদন প্রতিবেদক::
বাংলা একাডেমি প্রদত্ত নজরুল পুরস্কার গ্রহণ করেছেন নজরুল সংগীতশিল্পী ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক শাহীন সামাদ।
২৪ মে বাংলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
নজরুল চর্চা ও তার প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ শাহীন সামাদকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। শিল্পী শাহীন সামাদের হাতে পুরস্কার হিসেবে অর্থমূল্যের চেক, সম্মাননাপত্র, স্মারক তুলে দেওয়া হয়েছে। নজরুল পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। এ পুরস্কার তুলে দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা।
নজরুল পুরস্কার গ্রহণ করে শিল্পী শাহীন সামাদ অনুভূতি প্রকাশ করে জাগো নিউজকে বলেন,‘কাজের স্বীকৃতি হিসেবে আমি অনেক পুরস্কার পেয়েছি। এবার বাংলা একাডেমির পুরস্কারটি পেয়ে আমার অনেক ভালো লাগছে। এটি আমার জীবনের অন্যতম সেরা পুরস্কার বলে মনে করছি।’