জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ১ জুন ২০২৩, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় আবারও মঞ্চস্থ হবে মঞ্চ নাটক ‘রিমান্ড’

Jagannathpur Times BD
জুন ১, ২০২৩ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক:

ঢাকার মঞ্চে আবারও মঞ্চস্থ হবে মঞ্চ নাটক ‘রিমান্ড’। শুভাশিস সিনহার নির্দেশনায় নাটকটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর।

আগামী ২ ও ৩ জুন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে এটি।

রিমান্ড’ নাটটির মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির। আলো পরিকল্পনা করছেন সুদীপ চক্রবর্তী।

শুভাশিস সিনহা নাটকটির নির্দেশনার পাশাপাশি রচনাও করেছেন। এটি প্রযোজনা করছে রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’। লেখকের ভূামিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর। পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জ্যোতি সিনহাকে। আরও অভিনয় করেছেন কামাল উদ্দীন কবির, সজীব হোসেন, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, শম্পা।

‘রিমান্ড’ নাটকের মূলে আছে একজন লেখকের ব্যক্তিগত দর্শন। যিনি নৈরাজ্যবাদী। নিজস্ব মতাদর্শ প্রচার, ব্যক্তিক আদর্শ কিংবা আধিপত্যের জন্য মায়াজাল বিস্তার করেন লেখায়। তরুণদের মধ্যে উসকে দেয় জীবনবিধ্বংসী নানা প্রবণতা। নানা অঘটনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দার জেরার সম্মুখীন হতে হয় তাকে। গোয়েন্দা কর্মকর্তার প্রশ্নাত্মক ধারায় ফুটে উঠতে থাকে লেখকের ভাবনাগুলো। নাট্যকার নৈরাজ্যবাদিতার এপিসটোলজিক্যাল স্বরূপসহ সাহিত্য-ইতিহাসের নানা উপাদান ব্যবহার করে তুলে এনেছেন লেখকের মনোদর্শন। গোয়েন্দা কমকর্তা চান প্রেম-ভালোবাসা, মানবতাবোধ। যেখানে দৈহিক কামনা নয়; প্রেম-মমতাপূর্ণ সম্পর্কই জীবনকে পূর্ণতা দিতে পারে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।