জগন্নাথপুর টাইমসশনিবার , ৩ জুন ২০২৩, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত

Jagannathpur Times BD
জুন ৩, ২০২৩ ৫:২২ পূর্বাহ্ণ
Link Copied!

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স :

ফ্রান্সে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে ।

কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীতে কবিতায় আড্ডা’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “নজরুল-এর কবিতায় আড্ডা”।

সম্প্রতি ফ্রান্সে বসবাসরত প্রবাসী কবি, ছড়াকার, প্রাবন্ধিক, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, সাহিত্য অনুরাগী, সংগীত শিল্পী, আবৃত্তি সংগঠক ও আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে এই আয়োজনে ছিল নজরুল সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।

‘কবিতায় আড্ডা’র সংগঠক রাকিবুল ইসলামের ব্যবস্থাপনায় ও নাট্যকর্মী সোয়েব মোজাম্মেলের উপস্থাপনায় নজরুল জয়ন্তীতে নজরুল সাহিত্য নিয়ে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক সাখাওয়াত হোসেন হাওলাদার।

তার বিশ্লেষণে তিনি নজরুলের অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। নজরুল সাহিত্যকে আমরা কিভাবে ধারণ ও উপলব্ধি করতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা ও মত বিনিময় করেন।

আবৃত্তি শিল্পী মুহাম্মদ গোলাম মোর্শেদ নজরুলের শেষ ভাষণটি পাঠ করেন।

এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তি করেন গীতি কবি ও আবৃত্তি শিল্পী মুনির কাদের, ছড়াকার লোকমান আহমেদ আপন, স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান, সাংস্কৃতিক অনুরাগী হাসনাত জাহান, আবৃত্তি শিল্পী সাইফুল ইসলাম, কলম সৈনিক আশিক আহমেদ উল্লাস, কবি মেরী হাওলাদার, চারণ সদস্য জুয়েল দাশ রায় লেনিন, ইয়াসমিন আক্তার মিলি, খালেদুর রহমান সাগর।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন প্যারিস বাংলা প্রেস ক্লাব সভাপতি শাহ সোহেল, সাংবাদিক বাদল পাল, সাংবাদিক শেবুল আহমেদ, সাংবাদিক মাসুদ আহমেদ ও ওমর প্রমুখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন আয়োজক ও সংগঠক রাকিবুল ইসলাম।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।