জগন্নাথপুর টাইমসরবিবার , ৪ জুন ২০২৩, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে শিক্ষকেরা শিক্ষকতা করেন না – সেমিনারে অধ্যাপক মুনতাসীর মামুন

Jagannathpur Times BD
জুন ৪, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ  ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ‘আমাদের শিক্ষকেরা এখন শিক্ষকতা করেন না, চাকরি করেন। আমরা শিক্ষকতা করেছি, চাকরি করিনি। এখন শিক্ষকেরা রাজনীতিবিদদের কাছে গিয়ে বসে থাকেন, এটি শিক্ষকসুলভ আচরণ নয়।’

রোববার (৪ জুন ২০২৩) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে থাকা অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের যে স্পিরিট ছিল, সেটি এখন নেই। তাই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ব্যাপারে ভাবতে হবে। বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেই অধ্যাপক হয়ে বের হবে, এমনটি হয় না। স্বায়ত্তশাসনের অপব্যবহার করে কোনো শিক্ষককে ৩ বছরের মাথায় সহকারী অধ্যাপক, ৭ বছরের মাথায় সহযোগী অধ্যাপক ও ১০ বছরের মাথায় অধ্যাপক করতে হবে—পৃথিবীর কোথাও এমনটি নেই।’

মুনতাসীর মামুন বলেন, ‘বঙ্গবন্ধু শিক্ষা ও ভাষার ওপর গুরুত্ব দিয়েছেন। সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের ভাষা হবে বাংলা। পৃথিবীর অন্য দেশগুলোতে যখন বিশ্ববিদ্যালয় চালু হয়, তখন ভাষা, ইতিহাস, পদার্থ, রসায়ন—এই চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। কিন্তু দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস, বাংলা এই নামে কোনো বিভাগ নেই।’

এ সময় শিক্ষামন্ত্রীর উদ্দেশে মুনতাসীর মামুন বলেন, ‘আপনার অধীন থাকা তিনটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বাংলায় লেকচার না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানমতে এমন আদেশ কর্তৃপক্ষ দিতে পারে না। বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য কেন এমন সংবিধানবিরোধী আদেশ দেবেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও কেউ সেটিকে না বলেননি।’

মুনতাসীর মামুন আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পদে থাকা বুদ্ধিজীবীদের বঙ্গবন্ধু নিয়ে মাতামাতির শেষ নেই। বঙ্গবন্ধুর ভক্ত নয়, এমন একটি লোকও বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না। আজকে ৫০-এর বেশি পাবলিক ও ১০০টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে স্বাধীনতার ৫০ বছর পরও বঙ্গবন্ধুকে নিয়ে কোনো অভিসন্দর্ভ রচিত হয়নি। জাতীয় চার নেতার ওপরেও কোনো অভিসন্দর্ভ রচিত হয়নি।’

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।