জগন্নাথপুর টাইমসরবিবার , ২৫ জুন ২০২৩, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ইস্তাম্বুলের ‘রামি লাইব্রেরি’তে ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’-এর ওপর ২০টি বই উপহার

Jagannathpur Times BD
জুন ২৫, ২০২৩ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ

ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইস্তাম্বুলে নবনির্মিত গ্রন্থাগার ‘রামি লাইব্রেরি’তে ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’–এর ওপর রচিত ২০টি বই উপহার হিসেবে প্রদান করে। কনসাল জেনারেল মোহাম্মাদ নূরে আলম রামি লাইব্রেরির পরিচালক আলি চেলিকের কাছে বইগুলো হস্তান্তর করেন। হস্তান্তর করা বইগুলোর মধ্যে রয়েছে তুর্কি ভাষায় অনূদিত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও তুর্কি ভাষায় অনূদিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কামাল পাশা কবিতা।

তুরস্কের সর্ববৃহৎ গ্রন্থাগার রামি লাইব্রেরিতে তুর্কিসহ অন্যান্য ভাষার ১৬ লাখের অধিক বই রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন এ গ্রন্থাগারটি ২৪ ঘণ্টা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে এবং এ গ্রন্থাগারে ৪২০০ পাঠক একত্রে বসে বই পড়তে পারে। ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-গবেষক ও সাহিত্য-অনুরাগী পাঠক এ গ্রন্থাগারে নিয়মিত পড়াশোনা ও গবেষণার কাজ করেন।

হস্তান্তর করা বইগুলো রামি লাইব্রেরিতে প্রদর্শিত হবে এবং আগত পাঠকেরা তা পড়তে পারবেন। এর ফলে ছাত্র-শিক্ষক-গবেষক ও পাঠ্য অনুরাগী তুর্কি নাগরিকেরা বাংলাদেশ ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, সাহিত্য এবং বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল কর্মজীবন সম্পর্কে জানতে পারবে। এ ছাড়া বইগুলোর পড়ার মধ্য দিয়ে তুর্কি জনগণের বাংলাদেশে ভ্রমণে আগ্রহের সৃষ্টি হবে বলে কনসাল জেনারেল আশাবাদ ব্যক্ত করেন। রামি লাইব্রেরির পরিচালক আলি চেলিক কনস্যুলেটকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।