জগন্নাথপুর টাইমসরবিবার , ২৫ জুন ২০২৩, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আম উপহার

Jagannathpur Times BD
জুন ২৫, ২০২৩ ৭:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ মালয়েশিয়ার রাজা ইয়াং দি পারতুয়ান আগং এবং মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে কূটনৈতিক উপহার হিসেবে উৎকৃষ্ট মানের দেশী আম উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থাপনায় এই সৌজন্য উপহার বৃহস্পতিবার (২২ জুন) যথাক্রমে ইস্তানা নেগারা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করা হয়। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ থেকে প্রেরিত উপহারের এই এক হাজার কেজি আম কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, মিডিয়াকর্মী ও বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানদের কাছে পৌঁছে দেয়।

এতে শুভেচ্ছা উপহার প্রেরণের এ উদ্যোগ দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশী আম তথা কৃষিজাত পণ্যকে মালয়েশিয়ার মাটিতে একটি সম্ভাবনাময় রফতানিপণ্য রূপে তুলে ধরতে সহায়তা করবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।