জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২১ মার্চ ২০২৩, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে রাষ্ট্র ব্যবস্থাকে হেয় করার প্রবণতা রয়েছে- প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

Jagannathpur Times Uk
মার্চ ২১, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা :
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনের যথার্থতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২১ মার্চ, ২০২৩) সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম  পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, প্রতিবেদনটি তৈরির আগে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা থাকলেও তারা সেটি করেননি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মার্কিন প্রতিবেদনে স্থান পাওয়া তথ্যগুলো নেওয়া হয়েছে ‘ওপেন সোর্স’ থেকে। নানা কারণে আলোচিত বেসরকারি সংস্থা ‘অধিকার’ এর তথ্য নিয়ে মার্কিন প্রতিবেদনে তুলে ধরার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই সংস্থার অতীতে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। এ ধরনের অনিবন্ধিত সংস্থার তথ্য যাতে ব্যবহার করা না হয় সে জন্য বলা হবে। অন্য দেশগুলোর প্রতিও তিনি এ আহ্বান জানান।
শাহরিয়ার আলম বলেন, তিনি এ বিষয়ে বেশি কিছু বলতে চান না। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে রাষ্ট্র ব্যবস্থাকে হেয় করার প্রবণতা রয়েছে। গুমের অভিযোগের সংখ্যায়ও ভুল আছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।