জগন্নাথপুর টাইমসরবিবার , ১৬ জুলাই ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ আইসিসি থেকে বছরে পাবে প্রায় ৬৫০০ কোটি টাকা

Jagannathpur Times BD
জুলাই ১৬, ২০২৩ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা  :

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লভ্যাংশ বণ্টন পদ্ধতি অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩ ) অনুমোদন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

নতুন এই মডেল অনুযায়ী মোট ৬০০ কোটি ডলার বরাদ্দ রেখেছে আইসিসি, বাংলাদেশি মুদ্রায় যা ৬৫০০ কোটি ৭২ লাখ টাকা। এই চক্র থেকে প্রতিবছর বাংলাদেশ পাবে ২৮৯ কোটি ৭২ লাখ টাকা। আইসিসির আয়ের ৪.৪৬ শতাংশ। নতুন চক্রে বাণিজ্যিক মডেল থেকে সবচেয়ে বেশি আয় করবে ভারত।

প্রতিবছর ২৫০২ কোটি ৭২ লাখ টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), যা আইসিসির মোট আয়ের ৩৮.৫০ শতাংশ। পূর্ণ সদস্যের আর বাকি ১১ বোর্ডের কেউ ১০ শতাংশও পাবে না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বছরে ৪৪৭ কোটি ৭৯ লাখ টাকা আয় করবে, যা আইসিসির আয়ের ৬.৮৯ শতাংশ। বিসিসিআইয়ের পর তা দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় স্থানে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ পাবে ৪০৬ কোটি ৬২ লাখ টাকা, যা মোট আয়ের ৬.২৫ শতাংশ।

প্রস্তাবিত এই চক্র থেকে পূর্ণ সদস্যরা পাবে ৫৭৭৩ কোটি ৮ লাখ টাকা, যা মোট আয়ের ৮৮.৮১ শতাংশ। আর সহযোগী সদস্যরা পাবে ৭২৭ কোটি ৬৪ লাখ টাকা।

আইসিসি এবং সংস্থাটির অর্থ ও বাণিজ্যবিষয়ক কমিটি (এফ অ্যান্ড সিএ) মূলত নতুন মডেল বানিয়েছে। মার্চে আইসিসির বোর্ড সভায় সবার সঙ্গে শেয়ার করেছিল। এরপর কীভাবে তা বণ্টন করা হবে, তা হিসাব করা হয়। চারটি জিনিসকে এখানে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছিল।

সেগুলো হচ্ছে—দেশটির ক্রিকেট ইতিহাস, আইসিসি ছেলে ও মেয়েদের টুর্নামেন্টগুলোতে গত ১৬ বছরের পারফরম্যান্স, আইসিসির বাণিজ্যিক আয়ে অবদান এবং আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নির্ধারিত অর্থ। ফাইল ছবি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।