জগন্নাথপুর টাইমসশনিবার , ১২ আগস্ট ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ

Jagannathpur Times BD
আগস্ট ১২, ২০২৩ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০২৩ সালের নবগঠিত কার্যনিবাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

বুধবার (৯ আগস্ট, ২০২৩) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ডুজার বার্ষিক সেমিনার, বর্ষসেরা রিপোর্টার পুরস্কার প্রদান এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ডুজার প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট প্রমুখ ছিলেন।

এ সময় ’সাংবাদিকতায় পেশাদারিত্বের সংকট: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। সেমিনার ও পুরস্কার প্রদান পর্বে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি মামুন তুষার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল।

পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের থেকে নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন ডুজার বর্তমান সভাপতি আল সাদী ভূইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ডুজা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, যারা মূল্যবোধ রক্ষায় কাজ করেছে। সাংবাদিকরা যখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় আমাদের সামনে তুলে ধরেন, তখন আমরা সে অনুযায়ী কাজ করে থাকি। সাংবাদিকদের সবসময় ‘ওয়াচডগে’র ভূমিকা রাখতে হয় এবং ডুজার সবাই ‘ওয়াচডগে’র ভূমিকা পালন করছে। এ সময় উপাচার্য ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনকে একত্র করায় ডুজার প্রশংসা করেন।

মূল প্রাবন্ধিক জুলফিকার আলী মানিক বলেন, সাংবাদিকতার মূল কাজ হলো সমাজের অসঙ্গতি তুলে ধরা। যারা সমাজে বিশৃঙ্খলা করে তারা সাংবাদিকতাকে পছন্দ করে না। যখন সাংবাদিকতা রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে চলে যায় তখন সেও কিন্তু সাংবাদিকতাকে হত্যা করতে উঠেপড়ে লাগে। অনেকে নেতিবাচক সাংবাদিকতা করেন, কিন্তু সেটাও কিন্তু মানুষ বা সমাজের নেতিবাচক কাজের জন্যই করা হয়।

অনুষ্ঠানে ক্যাম্পাসে কর্মরত ছয় জন সাংবাদিককে বর্ষসেরা রিপোর্টার পুরস্কার প্রদান করা হয়। বাংলা প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম আলোর আসিফ হাওলাদার ও দৈনিক কালবেলার মোতাহের হোসেন, ইংরেজি প্রিন্ট ক্যাটাগরিতে নিউ ন্যাশন পত্রিকার মনিরুজ্জামান ও ডেইলি অবজারভারের তৌসিফুল ইসলাম, অনলাইন ক্যাটাগরিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাসেল সরকার ও ঢাকা পোস্টের আমজাদ হোসেন হৃদয় এ পুরস্কার লাভ করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।