জগন্নাথপুর টাইমসশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ অভাবনীয় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে – ব্রিটিশ হাইকমিশনার সারাহ

Jagannathpur Times BD
আগস্ট ২৫, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক :

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সাক্ষাতে বৃটেন ও সিলেটের উন্নয়ন কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৪আগস্ট ২০২৩) সকালে ব্রিটিশ হাইকমিশনার সিলেট নগরের পাঠানটুলার বাসভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সাক্ষাৎকালে মেয়র সারাহ কুক বৈশ্বিক উষ্ণতা নিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।

এসময় সিলেটের পরিবেশবান্ধব উন্নয়নের জন্য ব্রিটিশ সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মেয়রকে আশ্বস্ত করেন হাইকমিশনার। সেইসঙ্গে ব্রিটিশ বাংলাদেশিদের নিয়ে নবনির্বাচিত মেয়রের বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনার কথা শুনে প্রশংসা করেন তিনি।

দুপুরে মেয়র আনোয়ারুজ্জান চৌধুরীর মিডিয়া উইং থেকে সাজলু লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিসিক মেয়রের সঙ্গে আলাপকালে সিলেটবাসীর অতিথিপরায়ণতার ব্যাপক প্রশংসা করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাও জানান।

এ প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনার বলেন, সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক ঐতিহাসিক এবং আত্মীয়তারও বটে। এখানে আসার পর সবার আতিথেয়তা, আন্তরিকতা ও সিলেটের সৌন্দর্যে আমি মুগ্ধ, উচ্ছ্বসিত।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।