জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

কবি বদরুজ্জামান জামানের গ্রন্থ আদিম অরণ্যে মানুষের পৃথিবী’ মানবিকতার অবক্ষয়ের বিশুদ্ধ বয়ান || নাহার আলম

Jagannathpur Times BD
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

‘আদিম অরণ্যে মানুষের পৃথিবী’ মানবিকতার অবক্ষয়ের বিশুদ্ধ বয়ান || নাহার আলম

 

কাব্য গ্নন্থ -আদিম অরণ্যে মানুষের পৃথিবী  ।

লেখক : কবি বদরুজ্জামান জামান  ॥

‘বুনন’ প্রকাশনা থেকে একুশে গ্রন্থমেলা ২০২১ এ প্রকাশিত কাব্য ‘আদিম অরণ্যে মানুষের পৃথিবী’ চল্লিশটি কবিতার মাঝে বেশিরভাগ কবিতায় পশুরূপী মানুষের প্রতি তীক্ষ্ণ ঘৃণার বহিঃপ্রকাশ ঘটেছে।

তেমন কিছু কবিতার শিরোনাম…
শুয়োরের খোঁয়াড়, খাঁটি শুয়োর, স্বঘোষিত চতুর কাক, শুয়োরের পালে মানুষ, মানব দেহের কুকুরটি, স্বপ্রণোদিত প্রতারক, পশুত্বে বন্দি জীবনাচার, শুয়োরমুখো একচোখা নীতি, নেকড়ের উলঙ্গ নৃত্য, নেকড়ের শৌর্য সুখ, প্রতীক্ষারত নেকড়ের দল, এখনই তো সময় মানুষ হবার, মানুষ হওয়ার ব্যর্থ চেষ্টা।

কিছু পঙক্তি দেখে নেয়া যাক…
‘শুয়োর আর মানুষ একাকার,/ সহাস্যে ধর্ম-সংস্কৃতি-সমাজে শুয়োরিপনা…
প্রতিবাদহীন আমি, এসব দেখতে দেখতে/কবে যেন অমানুষ হয়ে যাই! (শুয়োরের খোঁয়াড়)

‘লোকালয় ছেড়ে যে ঘোড়া আস্তাবলে আশ্রিত ছিল/গরুর স্বভাব অর্জনে আজ সে খাঁটি শুয়োর। (খাঁটি শুয়োর)

‘সময়ের এই নিখাদ একান্ত সঙ্গমে আমাদের /দেহ বেয়ে ঝরে অনন্ত অবস সুখ কিংবা দুঃখ, (ধূসর উচ্ছ্বাস)

‘…ঐতিহ্য নিবিষ্ট খাপখোলা চুম্বন দূরত্বে মদ্যপ সৌন্দর্যে,/ যেন স্বাস্থ্যবিধির বিধিবদ্ধ পায়ে নূপুরের বিজয় ধ্বনি।
আমিও আত্মস্থ করি চুম্বন সুখ সৌম্য সৌন্দর্য দূরত্বে। (শিল্প শোভিত প্যারিস নগরে)

কবি খালেদ উদ-দীন এর জন্মদিনে উৎসর্গকৃত কবিতায়…
‘আজ করোনাক্রান্তিতে প্রণামী স্রষ্টার চরণে-/ তোমার জন্মসুখ আছড়ে পড়ুক স্বর্গ মর্ত্য বেয়ে…( জন্মসুখ আছড়ে পড়ুক)

‘মনুষ্য মুখোশ ব্যবচ্ছেদ করে অনাহারী কুকুর। (মানুষ হওয়ার ব্যর্থ চেষ্টা)

তাঁর প্রতিটি কবিতায় বর্তমানে মানুষের মাঝে চরম অমানবিকতাকে তীব্র ঘৃণামিশ্রিত প্রতিবাদ উঠে এসেছে প্রতিটি পঙক্তিতে।

মুদ্রণপ্রমাদহীন ঝরঝরে পরিষ্কার বড়ো ফন্টে নান্দনিক প্রচ্ছদে উন্নত কাগজের শক্তপোক্ত বাইন্ডিং এর এ বইটি সংগ্রহ করতেই পারেন।
ভালো লেগেছে আমার। আশা করি ভালো লাগবে আপনাদেরও।

প্রতিবাদী কলমের এই কবির জন্যে শুভ কামনা।
বইটি পাঠনন্দিত হোক।
সংগ্রহ করতে পারেন। বইটির মূল্য ১৬০ টাকা মাত্র।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।