কবিতা :
কবির অভিমুখ
দেবার্ঘ্য কুমার চক্রবর্তী
::
সেই কবিতা আজ বোঝা বাকি । ..
কবির কথা, পরিচয়ে মানুষ কবিতা সবাই ।
তুমি জানতে কবিতার কথা ?
হয়তো জানতে না, আমিও তোমার মতোই
আভাস পেয়েছিলাম, তবু বুঝিনি ।..
কবি ছাড়া কেই বা বোঝে কবিতার কথা !
শিমুল গাছের নিচে তবু তুমি পেতে অবয়ব,
আমি ইসকুল বাড়ির বটগাছের নিচে পেতাম ফেলে আসা মন
কবিতা তো কেউ পড়িনি পুরোটা, তবু দাগিয়েছি এখানে-সেখানে দুজনেই
বুকমার্ক একতারা ভরেছি নানান পাতায়,
আজ সেই কবিতার খাতা আমার হাতে কবি তুলে দিয়েছে
পাতার ওলোটপালোটে এগিয়ে যায় কবি, এগোয় কবিতা —
শুধু অভিমুখ বদলেছে বলে।
তবু তোমার দাগানো লাইন এ দাঁড়িয়ে ভাবি, ভাবতে হয়,
বুকমার্কগুলো একটানে সরিয়ে দেয়া যায়, দাগ তবু রয়ে যায় যথাস্থানে –
কবিতার অভিমুখ বদলালেও কবি মানুষ থাকে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।