জগন্নাথপুর টাইমসরবিবার , ১ অক্টোবর ২০২৩, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে জলকন্যা সাহিত্য পরিষদের অভিষেক ও গুনীজন সম্মাননা সম্পন্ন

Jagannathpur Times BD
অক্টোবর ১, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক, সুনামগন্জ :

 

জোছনার শহর সুনামগঞ্জে জলকন্যা সাহিত্য পরিষদ এর নবগঠিত কমিটির অভিষেক ও গুনীজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

৩০ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের এমব্রোসিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিতঅভিষেক ও গুনীজন সম্মাননা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় ও সভাপতি কোহিনূর বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র নাদের বখত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, বিজন সেন রায়, সুখেন্দু সেন, বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ সরকার, রওনক বখত, লতিফুর রহমান রাজু, খলিল রহমান।

অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় জলকন্যা সাহিত্য পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, সাংবাদিক, গবেষক, অ্যাড রনেন্দ্র তালুকদার পিংকু দার প্রতি।

 

জলকন্যা সাহিত্য পরিষদ এর সাফল্য কামনা করে বক্তারা বলেন- সুনামগঞ্জের সাহিত্য সুরমা নদীর প্রবহমান জলের মতো। বহুদূর থেকে আসে এবং ছোটে আরও আরও দূরে। এখানে সুনামগঞ্জের জানালা খুলে তাকালে দৃষ্টি শুধু সুনামগঞ্জে আটকে রাখা যায় না। তাই সুনামগঞ্জের সাহিত্যে বাংলা সাহিত্যকেই দেখি।সুনামগঞ্জের পথে পথে সাহিত্য ছড়িয়ে আছে এবং জলের তিরতির কম্পনে কবিতা ছড়া ছন্দে দোল খায়।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।