জগন্নাথপুর টাইমসরবিবার , ২২ অক্টোবর ২০২৩, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার শামীম আহসান

Jagannathpur Times BD
অক্টোবর ২২, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

মালয়েশিয়া প্রতিনিধি :

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান কর্মস্থলে যোগ দিয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার (২০ অক্টোবর) কর্মস্থলে যোগ দেন এই তিনি ।

নবনিযুক্ত হাইকমিশনার শামীম আহসান মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিদায়ী হাইকমিশনার গোলাম সারোয়ারের স্থলাভিষিক্ত হলেন। এই মিশনে যোগদানের পূর্বে তিনি ইতালিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কূটনীতিক শামীম আহসান বিসিএস ১১তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এই কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন এবং তখন থেকে দেশে ও বিদেশে দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক হিসেবে শামীম আহসান নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কুয়েত, দোহা, নাইরোবি, রোম ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

শামীম আহসান ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর বরিশালের পিরোজপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস ও এমএসএস ডিগ্রি লাভ করেন তিনি। এরপর দেশে-বিদেশে বেশ কয়েকটি পেশাদার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।