জগন্নাথপুর টাইমসবুধবার , ২৯ মার্চ ২০২৩, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

‘কোলাহল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ হবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায়

Jagannathpur Times BD
মার্চ ২৯, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক :

‘কোলাহল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ নামের এই উৎসব হবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডায়। ইতিমধ্যে কোলাহল কমিউনিকেশনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডা অংশের কার্যক্রম সহযোগিতার জন্য যুক্ত হয়েছে বাংলা চলচ্চিত্রের অন্যতম বৈশ্বিক পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস। ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সেসকো শহরে এক আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে কোলাহল ও বায়োস্কোপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোলাহল কমিউনিকেশনের প্রধান নির্বাহী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘আমাদের এটি একটি ড্রিম প্রজেক্ট। দেশ ও দেশের বাইরে যাঁরা বাংলাভাষী রয়েছেন, তাঁরা সবাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের ভেতর থেকে আমরা সৃজনশীল ও মেধাবী নির্মাতাদের খোঁজার এই কার্যক্রম পরিচালনা করব। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও সারা দেশ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখটাও খুব শিগগিরই ঘোষণা করব।’

জানা গেছে, প্রাথমিকভাবে যেকোনো নির্মাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পাঠাবেন, এরপর পাঁচজন জুরির মাধ্যমে তা বাছাই করে সেরাদের চূড়ান্ত করা হবে। জুরিসদস্য হিসেবে থাকবেন দেশের গুণী চলচ্চিত্র ব্যক্তিত্বরা। আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়া প্রসঙ্গে বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী রাজ হামিদ বলেন, ‘আমরা বায়োস্কোপ ফিল্মস থেকে একটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের কথা ভাবছিলাম। ঠিক সেই সময় কোলাহলের উদ্যোগটি আমাদের ভাবনাকে আরও সহজ করে দিয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে এই উৎসবের মাধ্যমে সেরা তিনটি শর্ট ফিল্ম প্রযোজনা করব এবং সেরা ১০টি শর্ট ফিল্ম নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার অধিকাংশ রাজ্যে বড় পর্দায় তা প্রদর্শনীর ব্যবস্থা করব।

’তানভীর তারেক জানান, শিগগিরই এই উদ্যোগের সঙ্গে একটি স্যাটেলাইট চ্যানেল এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান সংযুক্ত হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।