জগন্নাথপুর টাইমসসোমবার , ২৭ নভেম্বর ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জ স্যোশাল ট্রাস্ট ইউকে’র বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান ১০ ডিসেম্বর ব্রাডি আর্ট সেন্টারে

Jagannathpur Times BD
নভেম্বর ২৭, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

এসকেএম আশরাফুল হুদা :

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সম্মানিত উপদেষ্টা, বোর্ড অফ ডাইরেক্টরস ও ইসি কমিটির এক যৌথ সভা পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। এতে সিদ্বান্ত হয় যে ১০ ডিসেম্বর ব্রাডি আর্ট সেন্টারে বিজয় দিবসের আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হবে।

 

রোববার (২৬ নবেম্ভর ২০২৩) পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিছবাহ মাছুম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আল আমিন।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করে উপস্থিত সকল সদস্যবৃন্দ আগামী দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনকে সামনে রেখে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে ৭ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

এছাড়া আগামী ১০ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টার ১০ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৬ ঘটিকা হতে রাত ১১ ঘটিকা পর্যন্ত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে গোলাপগঞ্জ উপজেলার শিল্পীবৃন্দ ছাড়াও বাংলাদেশ থেকে আগত বাউল সম্রাট আশিক গান পরিবেশন করবেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের মানুষের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ গোলাপগঞ্জ এওয়ার্ড প্রদান করা হবে। এ উপলক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল বারি নাছির, আসাদ উদ্দিন, আমিনুল হক জিলু, সহ সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ জোয়ারদার,সহ কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, ইসি সদস্য তমিজুর রহমান রঞ্জু, আব্দুস শুকুর, ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান চাকলাদার, বোর্ড অফ ডাইরেক্টরস খন্দকার মহিউদ্দিন খোকন, রফি চৌধুরী শিবা, মকছুছ আহমেদ জোয়ারদার, মোহাম্মদ সালাহ উদ্দিন
রহিম উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।