অনলাইন ডেস্কঃ
হুসেইন মুহম্মদ এরশাদের যেসব কর্মকান্ড ধংস করা হয়েছে সেুগলো পুনর্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার শপথ সফল করতে চায় জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
সোমবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এর আগে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং আলোচনসভায় প্রধান অতিথির ভাষণ দেন।
দলটির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, সহ-সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য লোকমান হোসেন, জাহিদুল ইসলাম ও হাসানুজ্জামান নাজিম প্রমুখ।
জিএম কাদের বলেন, আজকের এই শুভদিনে জাতীয় পার্টির সাথে সংশ্লিষ্ট সবাইকে যারা জাতীয় পার্টি করছেন, সমর্থন করেন, বিভিন্নভানে জাতীয় পার্টির শুভাকাঙ্ক্ষী। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ’
জিএম কাদের বলেন, ‘ জাতীয় পার্টি দেশ ও জনগনের সেবায় কাজ করতে চায়। দেশ গড়ার, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ দেখেছিলেন সেটাকে আমরা সফল করতে চাই। ওনি যেসব কর্মকাণ্ড করে গেছেন। অনেকক্ষেত্রে সেগুলোর অনেক কিছুই ধংস করা হয়েছে। নস্ট করা হয়েছে। সেগুলোকে পুনর্জীবিত করতে চাই। ওনার যে স্বপ্ন ছিল সেগুলোকে সামনের দিকে বাস্তবায়ন করতে চাই। আপনারা আমাদের সহায় হবেন। আমাদের সমর্থন দিবেন। আমাদের জন্য দোয়া করবেন। ‘
জিএম কাদের বলেন, নির্বাচনে আমরা আছি। নির্বাচনি ডামাডোলের কারণে প্রতিষ্ঠাবার্ষিকী যতজাকজমকপূর্নভাবে করতে চেয়েছিলাম, সেটা আমরা এ মুহর্তে করতে পারলাম না। তবে সামনের দিকে নির্বাচনে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিবো। এখন পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের সার্বিক রাজনীতিক পরিস্থিতি অনেক অস্থিতিশীল এবং সঙ্কটময়। সব রাজনৈতিকদলগুলো বলা যায়, কমবেশি সঙ্কট মধ্যে আছে। এই সঙ্কট থেকে কবে আমরা উত্তরণ করবো আমরা জানি না। এই অনিশ্চিত পরিবেশ থেকে আমরা উদ্ধার হতে চাই। ‘