মুহাম্মাদ ইছমাইল, আরব আমিরাত:
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) ও আমিরাতের জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘আমিরাত সংবাদ’ এর যৌথ উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও রমজানে বাংলাদেশি শিশু-কিশোরদের নিয়ে মাসব্যাপী ‘তেলাওয়াতে কোরআন’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সমিতি শারজাহ’র বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
বিবিএফের সভাপতি কামাল হোসাইন খান সুমনের সার্বিক তত্ত্বাবধানে ও আমিরাত সংবাদের সম্পাদক মোহাম্মদ ইসমাইলের পরিচালনায় এবং তেলাওয়াতে কোরআন ২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক ইব্রাহীম ওসমান আফলাতুনের (সিআইপি) সভাপতিত্বে, হাফেজ মাওলানা মুহিবুর রহমান মন্জুরের সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ আসরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।