নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে বিদেশি পর্যটক বাড়াতে দ্রুত ই-ভিসা পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি শিবলুল আজম কোরেশী। তিনি বলেছেন, ই-ভিসা চালু হলে অনেক বিদেশি পর্যটক সহজেই ভিসা নিয়ে বাংলাদেশে আসতে পারবে। ফলে আমাদের বিদেশি পর্যটক অনেক বাড়বে।
বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পর্যটন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
টোয়াব সভাপতি শিবলুল আজম কোরেশী বলেন, ‘আমাদের ৬১টি দেশের সঙ্গে অন অ্যারাইভাল ভিসা সিস্টেম চালু আছে। যে কারণে আমরা বারবার ই-ভিসার দাবি জানিয়ে আসছি। তবে খুশির কথা, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ই-ভিসার বিষয়ে উদ্যোগী হয়েছে। নীতিগত অনুমোদন হয়েছে, এখন অ্যাপস, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলছে।
ই-ভিসা সিস্টেম চালু হলে আমাদের বিদেশি পর্যটকদের সংখ্যা আরো অনেক বেড়ে যাবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিন দিনের দ্বাদশ বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটটিএফ)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ মেলা। আন্তর্জাতিক এই মেলার আয়োজন করছে দেশের পর্যটনশিল্পের বাণিজ্য সংগঠন টোয়াব।
আয়োজকরা জানান, এবারের পর্যটন মেলায় দেশি-বিদেশি প্রায় ১০০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১৫৩টি বুথ এবং প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলা চলাকালে অংশগ্রহণকারী সব সংস্থার দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ও বিশেষ ছাড়ে বিমানের টিকিট কেনার সুযোগ থাকবে। মেলায় ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভিয়েতনামের ভ্রমণ ও পর্যটন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শিবলুল আজম কোরেশী বলেন, ‘দেশি বিদেশি পর্যটকদের জন্য টোয়াবের পক্ষ থেকে আন্তর্জাতিক ডায়নামিক, ওয়েবসাইট তৈরি করেছি।
যেখানে আমাদের দেশের পর্যটন খাত সম্পর্কে দেশি-বিদেশি পর্যটকরা সম্যক ধারণা পাবে।’ তিনি আরো বলেন, ‘পর্যটন খাতকে সুন্দর রাখতে ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, ট্যুরিস্ট পুলিশের জনবল আরো বাড়ানোর জন্য।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।