নিজস্ব প্রতিবেদক :
২০ বছরপূর্তি উপলক্ষে কালি ও কলম ৮ থেকে ১০ ফেব্রুয়ারি ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে তিনদিনব্যাপী সাহিত্য সম্মেলন আয়োজন করেছিল।
৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় আলোচনার বিষয় ছিল কবিতা ও সাহিত্য – এসেছি কতদূর।
এ পর্বে সভাপতি ছিলেন সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন।
আলোচনায় মূল বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস চিন্ময় গুহ।
তিনি বলেন ‘ দৃশ্য মাধ্যম এবং ইন্টারনেটের প্রাবল্যের এই যুগেও সাহিত্য তার আকর্ষণ অথবা প্রয়োজনীয়তা ধরে রেখেছে, পাঠকরা বই কিনছেন, পড়ছেন, সাহিত্য নিয়ে আলোচনা-পর্যালোচনা হচ্ছে।
আমরা বিশ্বাস করি আমাদের সাহিত্য প্রতিভাবান কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে সমৃদ্ধ হচ্ছে।‘ আরও বক্তব্য রাখেন আলোচক কবি ও কথাশিল্পী মাহবুব সাদিক, কথাসাহিত্যিক ও শিক্ষক আহমাদ মোস্তফা কামাল।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।