এস কে এম আশরাফুল হুদা :
সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৪-এর আসরে ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আবু রায়হান ।
রোববার স্থানীয় সময় রাত ১০টায় এর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে অংশ নিয়েছিল বিশ্বের ২৮ দেশের প্রতিযোগী।
সোমবার কারি আবু রায়হান তার ভেরিফায়েড ফেসবুকে বলেন, ‘আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। আফ্রিকার সেনেগালের ভূমিতে লাল-সবুজের বিশ্বজয়, ৩০ দেশকে পেছনে ফেলে কারি আবু রায়হানের বিশ্বজয়।
এ প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ মিলিয়ন ফ্রান্ক বা ১৬ হাজার ৬০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১৯ লাখ টাকা।
২ এপ্রিল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সেনেগালের উদ্দেশে রওনা দেন হাফেজ আবু রায়হান। মূল প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মিশর ও সেনেগালের প্রতিযোগী।