নিউজ ডেস্ক :
ঢাকায় বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী অনুষ্ঠান ১২ জুন বিকালে অনুষ্ঠিত হয়।
বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব কবিমঞ্চের উদ্দ্যোগে সংগঠনের আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে এবং রুপালী বড়ুয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে ।
এই অনুষ্ঠানে কবি কাজী নজরুল সম্মননা ২০২৪ তিনজন গুণীজনকে প্রদান করা হয় ।
তারা হলেন গবেষনায় অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল (ঢাকা, বাংলাদেশ) , নজরুল গবেষনায় সোমঋতা মল্লিক, (কলকাতা, ভারত) প্রবাসে প্রবন্ধ সাহিত্যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী ড. আজিজুল আম্বিয়া (যুক্তরাজ্য)।
ড. আজিজুল আম্বিয়া যুক্তরাজ্য থাকায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন রোমানা পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক স্বনামধন্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী ।
এছাড়া বিশেষ অতিথি ও আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ড. গোলাম সরোয়ার, কবি অধ্যাপক সালেহা আকতার, কবি মঈন খান সহ বিশিষ্ট জনেরা।
ভারত থেকে এসেছিলেন কলকাতা ছায়ানটের সভাপতি সোমঋতা মল্লিক। তিনি নজরুল সঙ্গীত পরিবেশনা করে সকলের মন ভরিয়ে দেন ।
আলোচকগণ বিদ্রোহী কবি নজরুল সম্পর্কে বলতে গিয়ে একটি বিষয় বিশেষ ভাবে বলেছেন, আমাদের জাতীয় জীবনে যে কোন সংকট সমাধানের জন্য নজরুলের কাছে আমাদের ফিরে আসতে হবে। তিনি মানবতার কবি,সাম্যের কবি, প্রেম ও ভালোবাসার কবি এবং অসাম্প্রদায়িক চেতনার কবি। যুগে যুগে নজরুল বাঙালির কাছে চির নমস্য।
উল্লেখ্য অনুষ্ঠানের উদ্বোধক নজরুল প্রেমী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং অতিথিদের সাথে তিনি সম্মাননা ও উত্তরীয় গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি