জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

 আজীবন সম্মাননা পেলেন শিল্পী মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামী

Jagannathpur Times Uk
জুন ২৭, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান :

বাংলাদেশ গণমুক্তি শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামীকে আজীবন সম্মাননা প্রদান করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউকে। গত ২৩ জুন পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়।

এতে সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলর মুজিবুর রহমান জসিমের সূচনা বক্তব্য ও ভারপ্রাপ্ত সভাপতি কাউন্সিলর আবদুল আজিজ তকির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সংগঠনের উপদেষ্টা ডা. মোখলেসুর  রহমান মুকুলের নেতৃত্বে জাহানারা রহমান, রীনা মোশাররফ, মোহাম্মদ কিবরিয়া, কামরান আহমেদ, ইফফাত আরা খানম, ফাতিমা নার্গিস ও জান্নাতি কাউসারী লীনা সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা হিমাংশু গোস্বামীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

এরপর বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ এমবিই, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান  বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, নিউহাম কাউন্সিলের চেয়ার পারসন কাউন্সিলর রহিমা রহমান, বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরী এবং বিবিসি বাংলা ও ভয়েস অফ আমেরিকার সাবেক সাংবাদিক শামিম চৌধুরী ফুল দিয়ে  শুভেচ্ছা জানান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী উর্মী মাযহার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট লন্ডন মহানগর শাখার সভাপতি আবৃত্তিশিল্পী নজরুল ইসলাম অকিবের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ এমবিই, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কবি শামিম আজাদ, বিবিসি বাংলা ও ভয়েস অফ আমেরিকার সাবেক সাংবাদিক শামিম চৌধুরী, কবি মুজিবুল হক মনি, খেলাঘর আসরের সভাপতি শাহাবুদ্দিন বাচ্ছু, নিউহাম কাউন্সিলের চেয়ার পারসন কাউন্সিলর রহিমা রহমান, বার্কিং ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরী, টাওয়ার হ্যামলেটে কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, বৃটিশ বাংলাদেশ চেম্বার অফ সমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমদ, সংগীতশিল্পী কাওসার হাবিব, বৃটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফাইনেন্স ডাইরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন খান, গীতিকার হিরন বেগ প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন গৌরী চৌধুরী, সাইফুল ইসলাম, ইফফাত আরা খানম,  জান্নাতি কাউসারী লীনা। কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পি স্মৃতি আজাদ।

পরে সংবর্ধিত অতিথি হিমাংশু গোস্বামীকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সব শেষে হিমাংশু গোস্বামীর বক্তব্য এবং সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।