জগন্নাথপুর টাইমসবুধবার , ৫ এপ্রিল ২০২৩, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

কানাডার হাউস অব কমন্সে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইন-বিল’ পাস হয়েছে

Jagannathpur Times Uk
এপ্রিল ৫, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে কানাডার হাউস অব কমন্সে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইন-বিল এস-২১৪’ পাস হয়েছে।

কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩ ) সাড়ে ৫টায় বিলটি পাস হয়। বিলটির উত্থাপন করেন কেন হার্ডি এমপি। এ সময় বিলটির আরেক প্রবক্তা সিনেটর মবিনা এস জাফর, বিরোধী সিপিসি নেতা ও কানাডায় বাংলাদেশ হাই কমিশনার হাউস অব কমন্সে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাড়া কানাডাই বিশ্বের প্রথম দেশ যারা মহান একুশে ফেব্রুযারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দিলো।

মাদার ল্যাংগুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বলেন, বিশ্ব সমাজে মাতৃভাষাপ্রেমীদের উদ্যোগ এবং মহান অবদানকে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। প্রায় এক দশক ধরে কানাডিয়ান সংসদ সদস্য ও সিনেটরদের সঙ্গে বিলটি উত্থাপন করার জন্য কাজ করেছি। প্রজন্ম থেকে প্রজন্ম মহান ভাষা আন্দোলনের ইতিহাস ছড়িয়ে দিতে হবে। প্রবাসে মাতৃভাষার চর্চা অব্যাহত রাখতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের আত্মা শান্তি পাবে।

উল্লেখ্য, বিলটি পাসের সময় ১৯৯৯ সালে ইউনেস্কো এবং পরবর্তীতে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি গৃহীত হওয়ার জন্য মরহুম রফিকুল ইসলাম ও আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এবং মাদার ল্যাংগুয়েজ লাভার্স অব দ্যা ওয়ার্ল্ড সোসাইটির প্রেসিডেন্ট আমিনুল ইসলামের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

ছবিঃ কানাডার হাউস অব কমন্স

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।