জগন্নাথপুর টাইমসশনিবার , ৩ আগস্ট ২০২৪, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত

Jagannathpur Times Uk
আগস্ট ৩, ২০২৪ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান:

ড. নুরুন নবীর মুক্তিযুদ্ধের উপর নির্মিত ঐতিহাসিক প্রামাণ্যচিত্র আজীবন মুক্তিযোদ্ধা লন্ডনে প্রদর্শিত হয়ে গেলো। যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে লন্ডন সিটির একটি রেষ্টুরেন্টে সম্প্রতি  প্রামাণ্য চিত্রটি প্রদর্শিত হয়।

ছবি প্রদর্শনীর প্রথমে বাংলাদেশের ছাত্র রাজনীতি ও রাজনীতির বাস্তব চিত্র নিয়ে আলীমুজ্জামানের লেখা ‘চেতনায় কবিতা’র ভিডিও প্রদর্শিত হয়।

একুশে পদক প্রাপ্ত লেখক, বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবীর মুক্তিযুদ্ধে অংশ নেয়া ও তার বর্নাট্য কর্মজীবন নিয়ে নির্মিত ছবিটি দেখতে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের আমন্ত্রনে নতুন প্রজন্ম সহ কমিনিউটির বিভিন্ন শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন।

ছবি প্রদর্শন পরবর্তীতে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক আলীমুজ্জামানের উপস্থাপনায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ড. নুরুন নবী ছবি নির্মাণের প্রেক্ষাপট তুলে ধরেন। বর্তমান সময়ের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ধরনের প্রামাণ্যচিত্রের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, কাউন্সিলর পারভেজ আহমেদ, রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালের ডাইরেক্টর মোস্তফা কামাল, মাহমুদ হাসান এমবিই, এডভোকেট শাহ ফারুক আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, আলী হাসান ও নতুন প্রজন্মের তানজিনা জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।