জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

মক্কা কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের আতিক্ব ও মাহমুদের সাফল্য

Jagannathpur Times Uk
আগস্ট ২৯, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা,

অনলাইন ডেস্কঃ 

পবিত্র মক্কা নগরীর মসজিদে হারামে অনুষ্ঠিত ৪৪তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য জোড়া সাফল্য বয়ে এনেছে বাংলাদেশের দুই প্রতিযোগী। মোট ১২৩টি দেশের ১৭৪ জন প্রতিযোগীর মধ্যে ৩য় গ্রুপে ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক্ব। পাশাপাশি একই প্রতিযোগিতার ৪র্থ গ্রুপে ১ম স্থান অর্জন করেছে মারকাযু ফয়জিল কুরআর আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ।

বুধবার (২১ অগাস্ট ২০২৪) এশার নামাজের পর (বাংলাদেশ সময় রাত ১২টার পর) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। সউদী আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ। পাঁচ বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের সর্বমোট ৪০ লাখ সউদী রিয়াল পুরস্কার দেওয়া হয়।

পাঁচ ক্যাটাগরি হলো প্রথমত শাতেবি পদ্ধতিতে সাত কেরাতসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হেফজ, দ্বিতীয়ত তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হেফজ এবং একক শব্দগুলোর তাফসির, তৃতীয়ত তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হেফজ, চতুর্থত তাজবিদসহ ১৫ পারা হেফজ এবং পঞ্চমত তাজবিদসহ পাঁচ পারা হেফজ (শেষোক্ত বিভাগটি ওয়াইসিভুক্ত নয়- এমন দেশের জন্য প্রযোজ্য)।এটি বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় হেফজ দুই গ্রুপে দুইজন হাফেজে কোরআন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। হাফেজ আনাস ৩০ পারা গ্রুপের প্রতিযোগী। তিনি শায়খ নেছার আহমাদ আন নাছেরী পরিচালিত মারকাজুত তাহফিজের ছাত্র। এতে হাফেজ আনাস সম্মাননা ক্রেষ্ট ও নগদ দুই লাখ রিয়াল পুরস্কার লাভ করেন। আর হাফেজ মুয়াজ মাহমুদ ১৫ পারা গ্রুপের প্রতিযোগী। তিনি মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম পরিচালিত মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষার্থী। তিনি সম্মাননা ক্রেষ্ট ও নগদ দেড় লাখ রিয়াল পুরস্কার লাভ করেন। প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক সউদী আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লাতিফ বিন আবদুল আজিজ আলে শায়খ জানিয়েছেন, এ বছরের প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এ সময় মন্ত্রী মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল এবং ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজকে প্রতিযোগিতা সফল করতে তাদের সমর্থন ও সহায়তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।