জগন্নাথপুর টাইমসবুধবার , ৯ অক্টোবর ২০২৪, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর

Jagannathpur Times Uk
অক্টোবর ৯, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কারাগারে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ অক্টোবর) সুনামগঞ্জ জেলা দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে বেলা ১১টার সময় জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানিকালে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।

এ সময় বিচারক এজলাস ছেড়ে চলে যান। পরে দুপুর আড়াইটায় এসে তিনি ২০ হাজার টাকা বন্ডে জরিমানা দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শেরেনুর আলী বলেন, ‘বিচারক এজলাসে আসার পর দুই পক্ষেরই হট্টগোল হয়েছে। আমরা বলেছি, এই মামলাটা এই আদালতে অস্বাভাবিকভাবে আনা হয়েছে।

এই বিষয়ে আমরা বাদীপক্ষ জানি না। এ নিয়ে আজকে শুনানি করতে চাই না। অন্যান্য মামলার মতো এই মামলার শুনানির তারিখ পরবর্তীতে দেওয়ার জন্য আদালতকে বলেছি আমরা। কিন্তু আদালত আমাদের কথা শুনতে চাননি।’

শুনানিতে পিপি এপিপিদের ভূমিকা কী ছিল, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘পিপি এপিপিরা রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকার কথা। তারা আসামি পক্ষে থেকেছেন।’

এমএ মান্নানের আইনজীবী এডভোকেট শফিকুল ইসলাম বলেন, আমাদের মোয়াক্কেল বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ। আদালত তার শারীরিক অবস্থা বিবেচনা করে ২০ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।