জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

কবি ফয়েজনুরের কাব্যগ্রন্থ “ভালবাসার আগ্রাসন” এর  প্রকাশনা সম্পন্ন

Jagannathpur Times Uk
অক্টোবর ২৪, ২০২৪ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বেলাল আহমদ বকুল :

পূর্বলন্ডনে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বহু সংখ্যক মানুষের উপস্থিতিতে বিলাতের কথন এর অন্যতম প্রতিষ্ঠাতা আবৃওিকার কবি ফয়জুল ইসলাম ফয়েজনুরের প্রথম কাব্য গ্রন্থ “ভালবাসার আগ্রাসন” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হয়।

সোমবার (২১ অক্টোবর ) সন্ধ্যায় লন্ডন মাইক্রো বিজনেস সেন্টারের অনুষ্ঠানে বিশ্ব কবিমঞ্চ ইউকের সভাপতি, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সহ-সভাপতি বিশিষ্ট কবি আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে এবং বিলেতের বিশিষ্ট বাচিক শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব ফখরুল আম্বিয়ার প্রাণবন্ত  সঞ্চালনায় “ভালবাসার আগ্রাসন” এই গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য  রাখেন- গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, চার্টার্ড একাউন্টেন্ট আব্দুর রাকিব, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের প্রাক্তন সভাপতি গবেষক কবি ফারুক  আহমেদ।

আরও বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও পূথী পাঠক কবি মুজিবুল হক মনি, বিশিষ্ট সাংবাদিক মুসলেহ উদ্দিন আহমেদ, বিলেতের বিশিষ্ট সাংবাদিক রহমত আলী, কবি শামিম শাহান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, সাবেক কাউন্সিলর ও গোপশহর প্রবাসী ইউকের সম্মানিত সভাপতি আব্দুর রকিব,   সংস্কৃতিজন ইকবাল বাহার, সাবেক কাউন্সিলার ওয়াইস ইসলাম, তারিকুল ইসলাম শাহিনূর, সায়েক আহমদ, রোকন উদ্দিন, এলিন চৌধুরী, নৃত্যশিল্পী মোহাম্মদ দীপ ও খলিল মিয়া প্রমূখ।

বক্তারা এ বইটির কাব্যশৈলী ও প্রতিটি কবিতার ইংরেজী অনুবাদের ভূয়সী প্রশংসা করেন এবং পাঠক মহলে ব্যাপক সাড়া জাগাবে এই আশাবাদ ব্যক্ত করেন।

এ বই থোকে বাংলা ও ইংরেজী  কবিতা আবৃত্তি করেন ড. আনোয়ার হক, বাচিক শিল্পী নজরুল ইসলাম অকিব, সংস্কৃতিজন হেনা বেগম, কবি হাফসা ইসলাম, জুবায়দা খানম, কমিউনিটি এক্টিভিস্ট মেঘনা উদ্দিন এবং বাচিক শিল্পী ফখরুল আম্বিয়া।

অনুষ্ঠানে “ভালোবাসার আগ্রাসন” শিরোনামের কবিতাটি সুরারোপিত করে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার সাইদা নাসিম কুইন। যা খুবই মনোমুগ্ধকর এবং উপস্থিত সবার কাছে খুবই প্রশংসিত হয়।

এ বইটির প্রকাশক অভ্র প্রকাশণ, ইংরেজী অনুবাদক শ্রী মিহির কান্তি এবং মুখবন্ধ লিখেছেন লেখক অপূর্ব শর্মা।

শেষ পর্যায়ে অনুষ্ঠানের সভাপতি  আবুল কালাম আজাদ ছোটনের চমৎকার সমাপনী বক্তব্য এবং লেখক, কবি ফয়েজনুর  ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।