ইয়ামিন আহমেদ আদিল (সিলেট) :
সিলেটের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সম্পন্ন হয়েছে ।
দুটি পাতা একটি কুঁড়ি চায়ের রাজধানী ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ১ম বারের মত শুরু হয়েছে বাংলাদেশ সরকার গেজেট স্বীকৃতি প্রাপ্ত শ্রীমঙ্গল উপজেলায় বসবাসরত বর্ণিল জীবন ও সংস্কৃতি মেলবন্ধন ২৬টির ও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও চা জনগোষ্ঠীর ভাষা, বর্ণ, খাবার দাবার, পোশাক, জীবনাচরণ, নানা বর্ণের, নানা রঙের ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি, উৎপাদিত পণ্য ও রসনা সম্ভার স্টল প্রদর্শনে হারমোনি ফেস্টিভ্যাল ২০২৫ ।
১০ জানুয়ারি হতে ১২ জানুয়ারি সকাল ১১ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত তিনদিন ব্যাপী শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়ন অন্তর্গত কাকিয়াছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ( বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র- বিটিআরআই) পাশে আয়োজন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সহযোগীতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।
১ম দিন, ১০ জানুয়ারি ২৫ সকাল ১১ ঘটিকার সময় উপজেলায় বসবাসরত বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও চা জনগোষ্ঠীর আগমন।
কাল ৩ ঘটিকার সময় অতিথিগণের আগমনে শুভ উদ্ধোধন ও ত্রিপুরা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও চা জনগোষ্টী সম্প্রদায়ের নাচে ও গানে শুরু হবে। পরবর্তী সময়সূচী অনুসারে খাসিয়া নাচ গ্রুফ-১, বো এন্ড এরো প্রতিযোগীতা(খাসিয়া), কাথারক নাচ ত্রিপুরা, গারো গ্রিক্কা( মল্ল যুদ্ধ), গারো জুম নাচ ১-২, রাসলীলা নৃত্য মণিপুরী সম্প্রদায় নাচ ও গান হয়।
২য় দিন, ১১ জানুয়ারি ২৫ সকাল ১১ ঘটিকা হতে রাত্র ৮ ঘটিকা পর্যন্ত কড়া নৃত্য, ভূমিজ নৃত্য, ভূইয়া নৃত্য, চড়াইয়া নৃত্য গ্রুফ ১-২, গারো চাম্বিল নৃত্য- বানর নৃত্য, কুর্মী কুরমালি নৃত্য, খাসিয়া নাচ গ্রুফ-২, লোহার ভূজপুরী রামায়ণ নৃত্য, গুলতি বাট খাসিয়া, গঞ্জু নাচ, বাড়াইক ডমকচ নাচ( ঝুমুর নাচ), রে রে সং (গারো), খাসিয়া গ্রুফ নাচ,গারো চাওয়ারী শিক্কা( জামাই বৌ নির্বাচন), মণিপুরী নাচ, খাড়িয়া নাচ( রিকিয়াসন নৃত্য), লাঠি নৃত্য গ্রুফ ১-২, কুই নৃত্য ( কন্দ), লাগরে নৃত্য( সাঁওতাল), মান্দি নৃত্য( গারো), মণিপুরী পুং চলোম নৃত্য( ঢোল নৃত্য) সম্প্রদায়ের নাচ ও গান হয়।
৩য় দিন, ১২ জানুয়ারি ২৫ সকাল ১১ঘটিকা হতে রাত্র ৮ ঘটিকা পর্যন্ত মুন্ডা নৃত্য,উড়িয়া নৃত্য ( বোনার্জী), গড়াইয়া নৃত্য( গড়াইত), উড়িয়া নৃত্য(রাজবল্লভ), পত্র সওরা নৃত্য গ্রুফ ১-২, খারিয়া নৃত্য, ডমকচ নৃত্য(বাড়াইক), কুই নৃত্য(কন্দ), লাগরে নৃত্য(সাঁওতাল), কিউ তং( তৈলাক্ত বাঁশের প্রতিযোগিতা- খাসিয়া), ওঁরাও নৃত্য,জুম নৃত্য( ত্রিপুরা), সেরেনজিং( গারো),বৈসু নৃত্য(ত্রিপুরা), খাসিয়া নাচ গ্রুফ ১, ধামাইল নাচ ( লোকাল) , মান্দি নৃত্য (গারো), রাধাকৃষ্ণ নাচ ( মণিপুরী) সম্প্রদায় নাচ ও গান অনুষ্ঠিত হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।