জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১১ আগস্ট ২০২৩, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডের সিনেমা হলগুলোতে “প্রিয়তমা “ চলবে ১৮ আগস্ট থেকে

Jagannathpur Times BD
আগস্ট ১১, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

মির্জা আবুল কাসেম :

১৮ আগস্ট থেকে ইংল্যান্ডের বিভিন্ন সিনেমা হলে চলবে বাংলাদেশের এই সময়ের ঝড় তুলা বাংলা ছায়াছবি “প্রিয়তমা “ ।

দেশীয় চলচিত্রের সুপার স্টার খ্যাত শাকিব খান অভিনীত এ ছবিতে আরো আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী ও ডন  ।

এ ছবিতে বাংলার কিং খান সাকিব খানকে দেখা যাবে তিনটি ভিন্ন ভিন্ন লুকে। বিশেষ করে বৃদ্ধ বয়সের লুকিং এর রহস্য খুঁজতে বেশি আগ্রহ বেশিরভাগ দর্শকের।

জনপ্রিয় প্রেক্ষাগৃহ সিনেওয়ালড সিনেমাতে চলিত মাসের ১৮ আগস্ট হতে চলবে ছবিটি।
বাংলা সিনেমার জন্য এটা মহাখুশির সুচনা, বাংলাদেশীদের জন্য গর্বের বিষয় যে পার্শ্ববর্তী দেশ ভারতের মত বাংলাদেশী ছবিও বিশ্বের বিভিন্ন দেশের হল গুলিতে চলতেছে  ।

আগামী ১৮ই আগষ্ট থেকে আপনারা প্রিয়তমা ছবিটি ইংল্যান্ডের যেসব হল গুলিতে দেখতে পাবেন তা হল সিনেওয়ালড লন্ডনের ইলফরড, উডগিরিন, ওয়েসট ইন্ডিয়া কুওয়ে, ফেলটহাম।

এছাড়া গ্রেইটার লন্ডনের বাইরের শহরগুলোতে –  লুটন. বল্টন . শেফিল্ড , মানচেশসটার (অডিয়ন), ওল্ডহাম (অডিয়ন) এবং আয়ারল্যানডের ডালবিন, লিমেরিক, করক ও গালওয়ে সহ আরো অনেক প্রেক্ষাগৃহে দেখা যাবে বলে জানা গেছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।