জগন্নাথপুর টাইমসসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরী আর নেই

Jagannathpur Times Uk
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

ভাষা সংগ্রামী, সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৫টার দিকে ঢাকার বনানীর বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর বাবা গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার। বড় ভাই ফারুক চৌধুরী ছিলেন সাবেক পররাষ্ট্র সচিব। ছোট দুই ভাই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত মাসুম আহমদ চৌধুরী। বোন নাসিম হাই (স্বামী শহীদ কর্নেল সৈয়দ আবদুল হাই), ছোট বোন নীনা আহমেদ (স্বামী ফখরুদ্দীন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা)।

ইনাম আহমদ চৌধুরী, ১৯৩৭ সালের ২৯শে জুন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও আইন এবং পরবর্তীতে অক্সফোর্ডে স্নাতকোত্তর অধ্যায়ন করেন। ১৯৫২-৫৩ সালে ঢাকা কলেজ ছাত্র-সংসদের সাধারণ সম্পাদক থাকাকালে শহীদ মিনার নির্মাণ ও রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কিত কর্মকাণ্ডের জন্যে কলেজ থেকে বহিষ্কৃত হন। ছাত্রজীবনে মাসিক প্রভাতী ও ছোটগল্প সংকলন নতুন ছবি প্রকাশ করেন। পরবর্তীতে মাসিক যমুনারও সম্পাদক ছিলেন।

তিনি ১৯৬০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগদান করেন। ব্যাংককে জাতিসংঘের ‘এস্কাপ’ কমিশনের সেক্রেটারি, আই.ডি.বি’র ভাইস প্রেসিডেন্ট। লন্ডনস্থ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আই.এম.ও) নির্বাচিত সভাপতি। লন্ডনে ইকোনমিক মিনিস্টার পদে থাকাকালে লন্ডনস্থ অর্থনৈতিক প্রতিনিধিবর্গের এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে বিশ্বব্যাংক ও এ.ডি.বি’র বিকল্প গভর্নর ও পরবর্তীতে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন । দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অবদানের জন্যে রাশিয়া থেকে তিনি ‘লিজিয়ন অব অনার’ সম্মাননা পদক পান।

তিনি কমনওয়েল্থ সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট, ঢাকাবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির উপদেষ্টা ছিলেন ।

ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে বিএনপিতে যোগ দেন। পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিএনপির আর্ন্তজাতিক সম্পর্ক সেলের চেয়ারম্যান থাকা অবস্থায় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিনিধি দলের সভায় যোগদান না করতে পারাকে কেন্দ্র করে দলের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। বিভিন্ন সময় দলের মনোনয়ন চেয়েও তিনি বঞ্চিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে দলের ২০তম জাতীয় কাউন্সিলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। অত্যন্ত সদালাপী ও বিনয়ী মানুষ ছিলেন তিনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।