জগন্নাথপুর টাইমসশনিবার , ১৭ জুন ২০২৩, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনী ইশতেহার ঘোষণা

Jagannathpur Times BD
জুন ১৭, ২০২৩ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 

শনিবার (১৭ জুন ২০২৩) দুপুর ১টার দিকে নগরীর হোটেল নির্বানা ইনের হলরুমে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদলে, কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের ভরপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসনসহ দলীয় নেতাকর্মীরা।

 

নির্বাচনী ইশতেহার ঘোষণার আগে আনোয়ারুজ্জামান বলেন, সিলেটের সমস্যা ও সমাধান জানতে ইতোমধ্যেই আমরা বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, নগর-বিশেষজ্ঞ, পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছি। সেমিনারে অংশ নিয়েছি। অনলাইনে হাজার হাজার মানুষের সুনির্দিষ্ট মতামত, পরামর্শ এসেছে। নির্বাচিত হলে যার অনেক কিছুই বাস্তবায়ন সম্ভব। নগরবিদদের মতো আমারও আকাক্সক্ষা ‘সুন্দর সমৃদ্ধ সিলেট’। বিশেষজ্ঞ মতামত ও জরিপের কারণে এখন আমি এই শহরের প্রতিটি সমস্যা ও তার সম্ভাব্য সমাধান সম্পর্কে সচেতন। যেসব সমস্যা ইতোমধ্যেই চিহ্নিত হয়েছে, তা সমাধানে স্বল্প-মধ্যম-দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনাও করেছি আমরা। জনগণ আমাকে নির্বাচিত করলে, ৫ বছরের মধ্যে সিলেট একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে নাগরিকদের সামনে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।

এ সময় আনোয়ারুজ্জামান বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সিলেটেও আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন হয়েছে, যা অতীতে কোনও সরকার করেনি। আমি সিলেটকে একটি স্মাট নগরী হিসেবে গড়ে তুলতে চাই। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।

ইশতেহারে স্থান পাওয়া ২১ দফা হলো- ১. স্মার্ট নগরভবন, ২. সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট, ৩. জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ, ৪. বর্জ্য ব্যবস্থাপনা , ৫. রিকল্পিত নগরায়ন, ৬. নিরাপদ স্বাস্থ্যকর সিলেট, ৭. দুর্যোগ মোকাবেলায় সচেতনতা, ৮. শিক্ষা ও সংস্কৃতিবান্ধব সিলেট, ৯. নারীবান্ধব সিলেট, ১০. ব্যবসা বান্ধব সিলেট , ১১. পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা, ১২. সচল সিলেট, ১৩. মানবিক উন্নয়নে সিলেট, ১৪. প্রবাসী বান্ধব সিলেট, ১৫. সম্প্রীতির সিলেট, ১৬. পর্যটনবান্ধব সিলেট, ১৭. সামাজিক অপরাধ নির্মূল, ১৮. অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট, ১৯. নাগরিকবান্ধব সিলেট, ২০. তারুণ্যের সিলেট, ২১. প্রযুক্তির সিলেট।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।