জগন্নাথপুর টাইমসবুধবার , ১০ জুলাই ২০২৪, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

এ সরকার কৃষক, শ্রমিক মেহনতি মানুষের বন্ধু- জগন্নাথপুরে এম এ মান্নান এমপি

Jagannathpur Times Uk
জুলাই ১০, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন এ সরকার কৃষক, শ্রমিক মেহনতি মানুষের বন্ধু। তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। কৃষিতে এসরকারের শাসনামলে বিশাল উন্নতি হয়েছে। জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আধুনিক যন্ত্রের ব্যবহার ও ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখন আর আগের মতো কোন মানুষ না খেয়ে থাকে না।তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সরকারি অর্থ অপচয় রোধ করে মিতব্যয়ী হত হবে। জনগনের অর্থে আপনাদের স্বাচ্ছন্দ্য জীবন যাপন তাদের কে সন্মান দিতে হবে। সেবার মান বাড়াতে হবে।

তিনি বুধবার (১০ জুলাই)  দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যাগে কৃষি কার্যালয় মিলনায়তনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী প্রমুখ ।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, আমন আবাদবৃদ্ধির লক্ষ্যে এ মৌসুমে বিনামূল্যে ১৩০০ কৃষকের মধ্যে সার বীজ বিতরণ এবং ৪০টি কৃষক গ্রুপে কৃষি যন্ত্র বিতরণ আনুষ্ঠানিক উদ্ধোধনের মাধ্যমে শুরু হয়েছে।

পরে সাবেক পরিকল্পনা মন্ত্রী সংসদ সদস্য এম এ মান্নান কৃষি কার্যালয়ের সামনে আম গাছের চারা রোপন করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।