জগন্নাথপুর টাইমস ডেস্ক :
উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৃটিশ-বাংলাদেশী প্রতিনিধি দলের মতবিনিময় ও নৈশভোজ সম্পন্ন হয়েছে ।
উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মনিরুল ইসলাম বলেছেন, উজবেকিস্তান বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সমুন্নত। এখানে নির্মাণখাতে বাংলাদেশী শ্রমশক্তির চাহিদা রয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে অনেক শ্রমিক এদেশে এলেও তারা চাকরি না করে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান।
রাষ্ট্রদূত মনিরুল ইসলাম ২৭ মে রোববার রাতে উজবেকিস্তান সফররত ২১ সদস্যের বৃটিশ-বাংলাদেশী প্রতিনিধি দলের সম্মানে এক নৈশভোজ ও মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন।
এসময় দূতাবাসের মিনিস্টার নাজমুল আলমও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত আরও বলেন, উজবেকিস্তান তার দেশে কার্পেট তৈরির জন্য বাংলাদেশ থেকে বছরে প্রায় ১৭ মিলিয়ন ডলারের পাট আমদানি করে থাকে। তারা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিতে কাজ করছেন।
রাষ্ট্রদূত বলেন, বিদেশের মাটিকে বাংলাদেশ হাইকমিশন হচ্ছে একটি ছোট বাংলাদেশ। সেটা উজেবেকিস্তানের তাশকান্দ হোক কিংবা বিশ্বের যেকোনো দেশেই হোক।
তিনি ব্রিটিশ বাংলাদেশি প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, আপনারা আপনাদের ব্যস্ত সফরের ফাঁকে বাংলাদেশ দূতাবাসর আসার সময় বের করেছেন। এটা আমরা জন্য বড় পাওয়া।
তাছাড়া, আইনী জটিলতা কাটিয়ে উজবেক এয়ারলাইনসের বাংলাদেশগামী ফ্লাইট পুনরায় চালু করতে তাঁর আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি সাংবাদিক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বৃটিশ-বাংলাদেশী ইমিগ্রেশন জাজ ব্যারিস্টার বেলায়েত হোসাইন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ, লন্ডনের ব্রিট-কলেজের সিইও মোসাদ্দেক আহমদ, এমসিএ’র ডাইরেক্টর দেলওয়ার খান, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ইসলাম খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, মাওলানা আবু সাঈদ আনসারি, সাংবাদিক আকবর হোসেন, ট্রাভেল এন্ড ট্যুরিজম কনসালটেন্ট সামি সানাউল্লাহ ও আসাদুজ্জামান।
মতবিনিময় সভায় লন্ডন বাংলা প্রেস ক্লাব সেক্রেটারি তাইসির মাহমুদ ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির সাফল্যের গল্প, মূলধারায় নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশীদের অবদান ও বাংলা মিডিয়ার ইতিহাস তুলে ধরেন।
এসময় ব্রিটিশ বাংলাদেশী প্রতিনিধিদলের সদস্যরা উজেবেকিস্তানে বিনোয়োগ করার সুযোগ সুবিধা সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে বিভিন্ন বিষয় জানতে চান।
জবাবে রাষ্ট্রদূত বলেন, তিনি যেকোনো বিজনেস ভেঞ্চারকে স্বাগত জানান। তাঁর কাজ হচ্ছে তিনি বিনিয়োগে আগ্রহীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের সুযোগ করে দেওয়া। তিনি এই কাজ করতে সবসময় প্রস্তুত।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন তাঁর বক্তব্যে মতবিনিময় সভা ও নৈশভোজ আয়োজনের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃটিশ-বাংলাদেশী ব্যবসায়ী বাবলুল হক, সানু মিয়া, কাজী ফয়জুল ইসলাম, কাজী কবির উদ্দিন, সওয়াব আলী, সোহেল সিরাজী, আব্দুর রহমান, মো. হুমায়ুন কবির ও ওয়াহিদুজ্জামান রানা।
এর আগে ব্রিটিশ-বাংলাদেশী প্রতিনিধিদল উজবেকিস্তানের রাজধানী তাশকান্দে বাংলাদেশ দূতাবাস ভবনে পৌঁছলে দূতাবাসের মিনিস্টার নাজমুল আলম সকলকে স্বাগত জানান। নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তি