জগন্নাথপুর টাইমস অনলাইন ডেস্কঃ
গত ৩ মে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব’।
১৯৪৮ সালে গৃহীত সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১৯ নম্বর অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।
১৯৯১ সালে নামিবিয়ায় একটি স্বাধীন ও বহুত্ববাদী আফ্রিকান সংবাদপত্রের প্রচারের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়। এখানেই স্বাধীন ও বহুত্ববাদী সংবাদপত্রের প্রচারের ওপর উইন্ডহোক ঘোষণাপত্র গৃহীত হয়। এই ঘোষণাপত্রে জাতীয় গণতন্ত্রের বিকাশে সহায়তা করার জন্য একটি স্বাধীন ও মুক্ত সংবাদপত্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছিল।
তথ্যের আদান-প্রদান এবং গ্রহণের স্বাধীনতা এবং জনসাধারণের কল্যাণের মধ্যে ঐতিহাসিক সংযোগ স্থাপন করা হয়। সংশ্লিষ্ট সরকার সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকারকে সম্মান করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এটি সংবাদপত্রের স্বাধীনতা এবং পেশাদার নীতি বিষয়গুলো সম্পর্কে গণমাধ্যম পেশাদারদের মধ্যে প্রতিফলনের একটি দিন।
এই দিনে সংবাদপত্রের স্বাধীনতার মৌলিক নীতিগুলো উদযাপন করা হয়। বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন করা হয়। গণমাধ্যমের স্বাধীনতার ওপর আক্রমণ থেকে তাদের রক্ষা করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়াও কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই বিশেষ দিনে।
সংগৃহীত ছবি