জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে প্রয়াত জাতীয়নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালিত

Jagannathpur Times BD
এপ্রিল ২৭, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ
বরণ্য রাজনীতিবিদ , ভাটি বাংলার সিংহ পুরুষ , স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,  প্রয়াত জাতীয়নেতা  আব্দুস সামাদ আজাদের ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল ২০২৩)  দুপুরে  জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের সহসভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের দলীয় প্রার্থী নুরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম,  আনহার মিয়া, আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, আকমল খান, বদরুল ইসলাম, মুক্তাদীর আহমদ, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, মুজিবুর রহমান, মাহতাবুর হাসান সমুজ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া আব্দৃস সামাদ আজাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।